For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, শোকের ছায়া ময়দানে

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, শোকের ছায়া ময়দানে

  • |
Google Oneindia Bengali News

মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক মণিতোম্বি সিং। বেশ কিছু মাস যাবৎ তিনি রোগভোগের মধ্য দিয়ে যাচ্ছিলেন। অবশেষে শনিবার রাতে বাগানের প্রাক্তন অধিনায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত সবুজ-মেরুন দলের অন্যতম সদস্য ছিলেন মণিতোম্বি। তাঁর মৃত্যুতে মণিপুর জুড়ে শোকের ছায়া।

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, শোয়ার ছায়া ময়দানে

অধিনায়ক মণিতোম্বির হাত ধরে ২০০৪ সালে মোহনবাগান এয়ারলাইন্স গোল্ড কাপ জিতেছিল। সবুজ-মেরুন জার্সিতে খেলার পাশাপাশি ২০০২সালে মণিতোম্বি দেশের জার্সিতেও খেলেছেন। মণিপুরী ফুটবলার দেশের হয়ে রাইট ব্যাকের পাশাপাশি মাঝমাঠেও স্বাচ্ছন্দের সঙ্গে খেলতেন।

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, শোয়ার ছায়া ময়দানে

মোহনবাগান ক্লাবের হয়ে মহামেডানের বিরুদ্ধে সেরা পারফর্ম্যান্স দিয়েছিলেন। ২০০৫ সালে কলকাতা লিগে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মিনি ডার্বি ম্যাচে জোড়া গোল করে পিছিয়ে থাকা অবস্থায় মোহনবাগানকে ম্যাচে ফিরিয়েছিলেন। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। মণিপুরী ফুটবলারের জোড়া গোল সেদিন হার বাঁচিয়েছিল মোহনবাগান। সেবছর চ্যাম্পিয়ন্স হয়েছিল মোহনবাগান। সবুজ-মেরুন ক্লাবে খেলা ছাড়াও প্রয়াত মণিতোম্বি টালিগঞ্জ অগ্রগামী, এয়ার ইন্ডিয়া ক্লাবের হয়েও খেলেছেন। ৪৩ বছরের মণিতোম্বির প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল মহল।

মোদীর চিন বয়কটে সাড়া দিয়ে ভিভোর সঙ্গে বিচ্ছেদে কোনও সংকট তৈরি হয়নি,আর যা জানালেন সৌরভমোদীর চিন বয়কটে সাড়া দিয়ে ভিভোর সঙ্গে বিচ্ছেদে কোনও সংকট তৈরি হয়নি,আর যা জানালেন সৌরভ

English summary
Former mohun bagan's captain manitombi singh passed away at the age of 43
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X