For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ জেতাকে স্মরণীয় করে মহান পদক্ষেপ ফ্রান্সের এমবাপে-র

বিশ্বকাপের ফাইনালে জেতা সমস্ত অর্থও এমবাপে দান করতে চলেছেন প্রতিবন্ধী শিশুদের সাহায্যার্থে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের মাঝেই জানা গিয়েছিল, ম্যাচ ফি-র ১৬ লক্ষ টাকা করে সমস্তটাই কাইলিয়ান এমবাপে দান করেছেন। এবার আরও বড় মহানুভবতার পরিচয় দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তরুণ ফুটবলার। বিশ্বকাপের ফাইনালে জেতা সমস্ত অর্থও তিনি দান করতে চলেছেন প্রতিবন্ধী শিশুদের সাহায্যার্থে। সেই অর্থের পরিমাণ সবমিলিয়ে ৫ লক্ষ ডলারের বেশি।

জানা গিয়েছে, প্যারিস সাঁ জাঁ-র এই ১৯ বছর বয়সী খেলোয়াড় ম্যাচ প্রতি সাড়ে ২২ হাজার ডলার পেয়েছেন। ফ্রান্স খেলেছে মোট ৭টি ম্যাচ। ফলে সেই অর্থ গিয়ে দাঁড়ায় ৩ লক্ষ ৫০ হাজার ডলারে। সঙ্গে রয়েছে বিজয়ী হিসাবে বোনাস। এই পুরো অর্থই এমবাপে দান করছেন।

বিশ্বকাপ জেতাকে স্মরণীয় করে মহান পদক্ষেপ ফ্রান্সের এমবাপে-র

প্রিমিয়ার্স ডি কর্ডি জেনারেল ম্যানেজার সেবাস্তিয়ান রাফিন বলেছেন, সময় পেলেই শিশুদের সঙ্গে খেলেন এমবাপে। তাতে শিশুরা যতটা না আনন্দ পায়, তার চেয়ে বেশি আনন্দ পায় এমবাপে নিজে।

এমবাপের আগে জার্মানির মিডফিল্ডার মেসুট ওজিল ২০১৪ সালে বিশ্বকাপ জেতার পরে সমস্ত আয় দান করেছিলেন। ২৩জন শিশুর শ্য চিকিতসায় ওজিল সাহায্য করেছিলেন।

<blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/BlSUKzYl-vs/" data-instgrm-version="9" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:8px;"> <div style=" background:#F8F8F8; line-height:0; margin-top:40px; padding:62.5% 0; text-align:center; width:100%;"> <div style=" background:url(); display:block; height:44px; margin:0 auto -44px; position:relative; top:-22px; width:44px;"></div></div> <p style=" margin:8px 0 0 0; padding:0 4px;"> <a href="https://www.instagram.com/p/BlSUKzYl-vs/" style=" color:#000; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none; word-wrap:break-word;" target="_blank">DANS L’HISTOIRE À JAMAIS 🌍🏆...</a></p> <p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">A post shared by <a href="https://www.instagram.com/k.mbappe29/" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px;" target="_blank"> Kylian Mbappé</a> (@k.mbappe29) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2018-07-16T08:40:24+00:00">Jul 16, 2018 at 1:40am PDT</time></p></div></blockquote> <script async defer src="//www.instagram.com/embed.js"></script>

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালে পেলের পরে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসাবে এমবাপে গোল করার রেকর্ড গড়েছেন। পেলে ১৭ বছর বয়সে ১৯৫৮ বিশ্বকাপে রেকর্ড গড়েন। আর এমবাপে ১৯ বছর বয়সে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করেছেন।

English summary
France's Kylian Mbappe donating entire world cup earning to charity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X