For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা লিগ শুরুর আগেই হুশিয়ারি লাল-হলুদ সচিবের

৩ অগস্ট থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং টালিগঞ্জ অগ্রগামী।

Google Oneindia Bengali News

৩ অগস্ট থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং টালিগঞ্জ অগ্রগামী। তবে, লিগ শুরু হওয়ার আগেই সদস্যদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে দিলেন লাল-হলুদ সচিব কল্যাণ মজুমদার। কল্যাণ স্পষ্ট জানিয়ে দিলেন, এবারের কলকাতা লিগে নিজেদের সদস্য কার্ডে আর অন্য কাউকে এনে খেলা দেখানো যাবে না।

কলকাতা লিগ শুরুর আগেই হুশিয়ারি লাল-হলুদ সচিবের

একান্তই যদি কাছের মানুষকে এনে খেলা দেখানোর ইচ্ছা হয়, তাহলে, অন্য ব্যবস্থা রাখা হয়েছে। লাল-হলুদ সচিব বলেন, 'কলকাতা লিগে নিজেদের সদস্য কার্ড নিয়ে নিজেরা খেলা দেখতে আসুন। কার্ড হস্তান্তর করে লাভ হবে না। কার্ডে ছবি লাগানো রয়েছে। দরকার হলে সেই ছবি মিলিয়ে দেখা হবে। প্রিয়জনদের খেলা দেখানোর হলে গেস্ট কার্ড কিনে নিতে পারেন। প্রতি ম্যাচের জন্য গেস্ট কার্ডের ব্যবস্থা থাকবে।' পাশাপাশি, প্রতিবারের মতো এবারও সমর্থকদের জন্য দশ টাকা করেই টিকিট রাখা হয়েছে বলেও জানান কল্যাণ।

অতীতে বহুবার দেখা গিয়েছে, একজনের মেম্বরশিপ কার্ডে অন্যজন খেলা দেখতে ঢুকেছেন। এইবার যাতে সেটা না ঘটে, তাই এত কড়াকড়ি।

অন্য দিকে, তরুণ ফুটবলারদের উৎসাহ দিতে ১ অগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসের দিন নতুন দু'টি পুরস্কার চালু করছে ইস্টবেঙ্গল। সেই দু'টি পুরস্কার হল সুনীল ঘোষ স্মৃতি পুরস্কার এবং স্বামীনায়ার মেমোরিয়াল পুরস্কার। এইবার এই দু'টি পুরস্কার পাচ্ছেন অনূর্ধ্ব-১৮ ফুটবলার রোলনপুইয়া এবং মনোজ মহম্মদ।

English summary
General Secretary of East Bengal informed that Membership card will be allowed for only members.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X