For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্পেন-ইতালির দশা হবে না তো জার্মানির! সুইডেনের বিরুদ্ধে নামার আগে অজানা আতঙ্ক

সুইডেনের বিরুদ্ধে নামার আগে নতুন এক আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে জার্মান শিবিরকে। এর আগে গত দুবার চ্যাম্পিয়নরা প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে।

Google Oneindia Bengali News

সুইডেনের বিরুদ্ধে নামার আগে নতুন এক আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে জার্মান শিবিরকে। এর আগে গত দুবার চ্যাম্পিয়নরা প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে। এবারও মেক্সিকোর কাছে ম্যাচ হেরে তেমনই আতঙ্কের সামনে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে কি সুইডেনের কাছে হেরে জার্মানি এবার গ্রুপ পর্যায় থেকে বিদায় নেবে? নাকি এই ম্যাচ থেকে জার্মানি ঘুরে দাঁড়াবে?

স্পেন-ইতালির দশা হবে না তো জার্মানির

২০১৪-য় স্পেন ও ২০১০ সালে ইতালি গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছিল। ২০১০ সাল থেকেই এই ধারা চলে আসছে। বিশ্বচ্যাম্পিয়নরা উন্নীত হতে পারছে না পরবর্তী বিশ্বকাপের নক-আউট পর্ব। ২০০৬-এর চ্যাম্পিয়ন ছিল ইতালি। ২০১০-এ তারা গ্রুপ স্টেজ থেকেই হেরে বিদায় নেয়। আবার ২০১০ সালে চ্যাম্পিয়ন হয় স্পেন। গত বিশ্বকাপে অর্থাৎ ২০১৪ বিশ্বকাপে স্পেনও একইভাবে গ্রুপ পর্যায়েই হেরে যায়।

এবার সেই ভীতি তাড়া করে বেড়াচ্ছে জার্মানিকে। অন্তত প্রথম ম্যাচেই মেক্সিকোর কাছে হার মেনে ব্যাকফুটে জার্মানি। এই অবস্থায় তাদের সামনে শক্ত গাঁট সুইডেন। বরাবরই জার্মানির বিরুদ্ধে ভালো খেলে সুইডেন। গত দুবারের সাক্ষাতের ফল জানতেই সেই ধারণা স্পষ্ট হয়ে যাবে। ২০১৩ সালে জার্মানি ম্যাচ জিতেছিল ৫-৩ গোলে। আর ২০১২ সালে জার্মানি ৪-৪ গোলে ড্র করেছিলেন সুইডেনের সঙ্গে।

আর মুখোমুখি সাক্ষাতেও দুই দল খুব কাছাকাছি রয়েছে। মোট ৩৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। জার্মানি জিতেছে ১৫ বার, সুইডেন জিতেছে ১৩ বার। বাকি ৮ বার ড্র হয়। এই অবস্থায় সমস্ত আশঙ্কা উড়িয়ে জার্মানি বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফিরতে চাইছে। যে কোনও উপায়ে জিততে চাইছে সুইডেন ম্যাচ। মেক্সিকো ম্যাচ তাদের কাছে অতীত। তাই জার্মানি চাইছে সুইডেন ম্যাচ জিতে গ্রুপ থেকেই 'নক আউট' আটকাতে। সুইডেনের লক্ষ্য জার্মানদের হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করতে।

English summary
Germani wants to win against Sweden to avoid tough situation. Italy and Spain lost from first round after world champion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X