For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলেই জার্মানিকে হারিয়ে দিল মেক্সিকো

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার জার্মানিকে হারাল মেক্সিকো। হিরভিং লোজানোর গোলে জার্মানিকে হারায় তারা।

Google Oneindia Bengali News

২০১৮ বিশ্বকাপে প্রথম অঘটন। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে দিল। গোটা ম্যাচে জার্মানির বল পজিশন বেশি থাকলেও অপ্রত্যাশিত ভাবে হারতে হল থমাস মুলারের দলকে।

প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলেই জার্মানিকে হারিয়ে দিল মেক্সিকো

একটু অন্য ভাবে বলতে গেলে, ভাগ্যের চাকা উল্টোল মেক্সিকো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার লাতিন আমেরিকার দলটি হারাল জার্মানিকে। এই ম্যাচের আগে পর্যন্ত গত সাতটি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কখনও হারেনি জার্মানি। বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ডও এদিন হারল জোয়াকিম লো-এর দল। একই সঙ্গে বিশ্বকাপে প্রথম ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড বাড়িয়ে নিল মেক্সিকো। গত পাঁচটি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লাতিন আমেরিকার দলটি ছিল অপরাজেয়। সেই সংখ্যা বেড়ে দাড়াল ছয়।

এদিন ম্যাচের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল জার্মানির হাতে। ম্যাচের প্রথম মিনিট থেকেই একের পর এক গোলমুখি আক্রমণ তুলে আনতে থাকে তারা। বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতিও তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার দক্ষতায় এবং জার্মান ফরওয়ার্ডদের দক্ষতার অভাবে সুযোগগুলো হারায় গতবারের চ্যাম্পিয়ন দল।

প্রতিপক্ষ জার্মানি একের পর এক আক্রমণ চালালেও, পিছিয়ে ছিল না মেক্সিকো। প্রতি আক্রমণে গতি নির্ভরশীল ফুটবল খেলে মাঝে মধ্যেই তারা বিপদে ফেলছিল জার্মানিকে। বেশ কয়েকবার বিপদও ডেকে এনেছিল জার্মানির গোলদূর্গে। কিন্তু গোল করতে ব্যর্থ হয় মেক্সিকো।

তবে, ক্রমাগত প্রতিআক্রমণ ওঠার ফল ম্যাচে ৩৫ মিনিটে পায় মেক্সিকো। হাভিয়ের হার্নান্দেজের পাস থেকে গোল করে যান হিরভিং লোজানো। পুরো শরীর দিয়ে ঝাঁপিয়েও তাঁর শটের নাগাল পাননি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার।

গোল হজম করে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়দেয় জার্মানি। মেক্সিকোর গোলের দু'মিনিটের মধ্যেই ব্যবধান কমানোর সুযোগ চলে আসে জার্মানির কাছে। সুবিধাজনক জায়গা থেকে ফ্রি কিক পায় জার্মানি। কিন্তু ওচোয়ার প্রচেষ্টা এবং ক্রসপিস বাধা হয়ে দাঁড়ায় জার্মানির কাছে। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে ফের আক্রমণাত্মক ফুটবলের নমুনা রাখে জার্মানি। একের পর এক আক্রমণ তুলে আনে তারা। কিন্তু কোনও ভাবেই আর এদিন গোলের দেখা পাচ্ছিল না জার্মানি। একাধিক ফুটবলার পরিবর্তন করেও কাঙ্খিত গোল পেতে কালঘাম ছুটে যায় জার্মানদের। তবে, কিছুতেই কিছু লাভ হয়নি। ম্যাচের অন্তিমলগ্নে জুলিয়ানের একটি শট ফিরে আসে পোস্টে লেগে। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েও গোলের দেখা পেল না জার্মানি। মাথা নীচু করেই মাঠ ছাড়তে হল নয়্যার-ক্রুসদের।

English summary
Firtst time in world cup history Mexico beat Germany. Brilliant strike of Hirving Lozano separate both teams.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X