For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ দিনের সম্পর্কে ইতি, জুভেন্তাসকে বিদায় জানিয়ে ক্লাব বদল বুফোঁর

জুভেন্তাসকে বিদায় জানিয়ে পিএসজিতে সই করলেন কিংবদন্তি গোলরক্ষক বুফোঁ।

Google Oneindia Bengali News

জুভেন্তাস ফুটবলের ইতিহাসে সমাপ্তি ঘটল এক স্মরণীয় অধ্যায়ের। জুভেন্তাসকে বিদায় জানালেন কিংবদন্তি ফুটবলার জিয়ানলুইগি বুফোঁ। দীর্ঘ ১৭ বছর জুভেন্তাসের জার্সিতে কাটানোর পর লা ভিচিয়া সিগনোরাকে বিদায় জানালেন বুফোঁ। জুভেন্তাসের হয়ে মোট ৬৫৬টি ম্যাচে মাঠে নেমেছেন বুফোঁ।

দীর্ঘ দিনের সম্পর্কে ইতি, জুভেন্তাসকে বিদায় জানিয়ে ক্লাব বদল বুফোঁর

এক বছরের চুক্তিতে সই করলেন প্যারিস সাঁ জাঁ-এ। বুফোঁর সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী কিংবদন্তি এই গোলরক্ষক যদি চান, তাহলে চুক্তির মেয়াদ আরও বারো মাস বাড়তে পারে।

পিএসজির হয়ে সই করার পর ইতালির জার্সিতে ১৭৬টি ম্যাচ খেলা বুফোঁ বলেন, 'প্যারিস সাঁ জাঁ-এর সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। আমার কেরিয়ারে প্রথমবারের জন্য আমি দেশ ছেড়ে বিদেশি খেলতে যাচ্ছি। আমি জানি পিএসজি এবং পিএসজির সমর্থকেরা এখন কী স্বপ্ন দেখছেন। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং সমস্ত রকম ভাবে নিজেকে মেলে ধরে আমি আমার নতুন ক্লাবকে সাফল্য এনে দিতে চেষ্টা করব।'

নিজের ফুটবল কেরিয়ারে মোট ১০৫০টি ম্যাচ এখনও খেলেছেন বুফোঁ। নিজের ফুটবল কেরিয়ারে সিরি 'এ' জিতেছেন ন'বার, কোপা ইটালিয়া জিতেছেন পাঁচবার। উয়েফা কাপ জিতেছেন একবার। ২০০৬ বিশ্বকাপও রয়েছে তাঁর ঝুলিতে।

বুফোঁকে সই করানোর পর পিএসজির প্রেসিডেন্ট নাসির আল-খিলাইফি বলেন, 'বুফোঁকে স্বাগত জানাতে পেরে আমাদের গর্ব হচ্ছে। তাঁর অসাধারণ কেরিয়ার এবং শরীরী ভাষা, তাকে বিশ্বের অন্যতম সেরা এবং সম্মানীয় ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।'

তাঁর আরও সংযোজন, 'এই ৪০ বছর বয়সেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা একই রকম রয়েছে। পিএসজিতে তাঁর অভিজ্ঞতা শুধু গোলরক্ষকদেরই সাহায্য করবে না, পাশাপাশি সাহায্য করবে প্রতিটি প্লেয়ারকেই। আমাদের সমর্থকেরা জানে কী ভাবে বুফোঁকে স্বাগত জানাতে হবে।'

English summary
Juventus Legend Gianluigi Buffon signed for PSG. He has has signed a one-year deal with the French champions with the option for a further 12 months.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X