For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে মাত্র একটি গোল করে অদ্ভুত রেকর্ড গড়লেন সুইজারল্যান্ডের গ্রানিট হাকা

সার্বিয়াকে অসাধারণ ট্যাকটিক্স ও স্কিলে পরাস্ত করলেন সুইস খেলোয়াড়রা। ১ গোলে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে শেষ অবধি ম্যাচ জিতল সুইজারল্যান্ড। আর এই ম্যাচে বিশ্বমানের গোল করে রেকর্ড বুকে নাম তুললেন হাকা।

  • |
Google Oneindia Bengali News

সার্বিয়াকে অসাধারণ ট্যাকটিক্স ও স্কিলে পরাস্ত করলেন সুইস খেলোয়াড়রা। ১ গোলে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে শেষ অবধি ম্যাচ জিতল সুইজারল্যান্ড। আর এই ম্যাচে বিশ্বমানের গোল করে রেকর্ড বুকে নাম তুললেন গ্রানিট হাকা। তবে বিশ্বমানের গোলের জন্য নয়, অন্য কারণে রেকর্ড বুকে উঠে গেলেন তিনি।

বিশ্বকাপে মাত্র একটি গোল করে অদ্ভুত রেকর্ড গড়লেন হাকা

এই প্রথমবার বিশ্বকাপে গোল করলেন হাকা। সুইস এই খেলোয়াড় ক্লাব ফুটবলে আর্সেনালের হয়ে খেলেন। মাঝমাঠে তাঁর জুড়ি মেলা ভার। ২৫ বছরের হাকার ইংরেজি নাম Granit Xhaka। এক্স দিয়ে শুরু কোনও পদবীর খেলোয়াড় আগে কোনও বিশ্বকাপে গোল করেননি। আর সেজন্যই মাত্র একটি গোল করেই হাকা স্মরণীয় হয়ে রইলেন।

২০১৫ সালে তিনি বরুসিয়া মনচেনগ্ল্যাডব্যাচের অধিনায়ক হন। ২০১৬ সালে তাঁকে আর্সেনাল রেকর্ড টাকায় সই করায়। তখন থেকে তিনি আর্সেনালের হয়ে খেলছেন।

এদিন দল যখন পিছিয়ে পড়েছিল, তখন দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটের মাথায় সার্বিয়া বক্সে অসাধারণ আক্রমণ শানায় সুইসরা। ফিরতি বলে অসাধারণ শটে গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনেন গ্রানিট হাকা। এরপরে ম্যাচের নব্বই মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে ডিফেন্ডার ও গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন শাকিরি। সেখান থেকে আর গোল শোধ করতে না পেরে সার্বিয়া এগিয়ে গিয়েও ম্যাচ হেরে বসে।

English summary
Granit Xhaka is the only player who's surname begins with an 'X' to score at a World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X