For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী কী নজির তৈরি হল রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায়, জেনে নিন

২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে তৈরি হওয়া কিছু নজিরের দিকে নজর রাখুন।

Google Oneindia Bengali News

আর কয়েক ঘন্টার অপেক্ষা তার পরই শুরু হতে চলেছে বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্ব। এখান প্রতিটি দলকেই মেপে পা ফেলতে হবে, একটা ম্যাচ পদস্খলন মানেই বিশ্বকাপের বাইরে। ফলে প্রতিটি ম্যাচই বিশ্বকাপের লড়াইয়ে থাকা দলগুলির কাছে মাস্ট উইন।

কী কী নজির তৈরি হল রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায়, জেনে নিন

প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হওয়ার আগে আসুন জেনে নেওয়া যাক সদ্য সমাপ্ত গ্রুপ স্টেজের খেলার কিছু পরিসংখ্যান।

গ্রুপের সবগুলি ম্যাচ মিলিয়ে মোট ২১ লক্ষ ৭৮ হাজার ৮৯৪ জন ফুটবলপ্রেমী মানুষ গ্রুপে খেলা দেখতে স্টেডিয়ামে ভীড় জমিয়েছিলেন। গ্রুপ পর্যায়ের খেলায় সব মিলিয়ে মোট গোল হয়েছে ১২২টি। গ্রুপের খেলায় সব থেকে বেশি মোট ৯ গোল করেছে বেলজিয়াম। সর্বাধিক গোল করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। হ্যারি একাই করেছেন পাঁচটি গোল। হ্যারি ছাড়াও বেশি গোল পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের রোমেলু লুকাকু(৪টি) এবং পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো(৪টি)। মাত্র একটি গোল পেয়েছেন ফুটবল 'রাজপুত্র' লিওনেল মেসি। একটি পেনাল্টিও মিস করেন এই কিংবদন্তি। ৯টি গোল হয়েছে আত্মঘাতী এই বিশ্বকাপের গ্রুপ পর্যায়।

কী কী নজির তৈরি হল রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায়, জেনে নিন

এই বিশ্বকাপে গ্রুপ পর্যায় সর্বাধিক গোল হজম করেছে বিশ্বকাপের মূল পর্বে প্রথম সুযোগ পাওয়া পানামা। তাদের বিরুদ্ধে গোল হয় ১১টি।

৩২টি দলের মোট ৪৮টি ম্যাচে মোট হলুদ কার্ডের পরিমান ১৫৮টি। লাল কার্ড হয়েছে ৩টি।

English summary
Have a look on these statistics which made in the group stage match of 2018 Fifa World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X