For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন কলকাতা লিগ প্রিমিয়ার-এ ডিভিশনে কোচিং করাবেন যারা, তাঁরা কে কোন ডিগ্রির অধিকারী জেনে নিন

আর কয়েক দিনের অপেক্ষা, তার পরই শুরু হয়ে যাবে বাঙালির ফুটবল মরসুম। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের কলকতা ফুটবল লিগ। নতুন মরসুমে কোচ হওয়ার ক্ষেত্রেও নিয়ম এনেছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন(আইএফএ)।

Google Oneindia Bengali News

আর কয়েক দিনের অপেক্ষা, তার পরই শুরু হয়ে যাবে বাঙালির ফুটবল মরসুম। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের কলকতা ফুটবল লিগ। নতুন মরসুমে কোচ হওয়ার ক্ষেত্রেও নিয়ম এনেছে ইন্ডিয়ান ফুটবল

আসন্ন কলকাতা লিগ প্রিমিয়ার-এ ডিভিশনে কোচিং করাবেন যারা, তাঁরা কে কোন ডিগ্রির অধিকারী জেনে নিন

অ্যাসোসিয়েশন(আইএফএ)। কলকাতা লিগে প্রিমিয়ার এ-তে কোচিং করানোর ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে 'সি' লাইসেন্স।

এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন কলকাতা লিগে প্রিমিয়ার এ-তে যে দলগুলি খেলবে, তাদের কোচেদের কী লাইসেন্স আছে।

ইস্টবেঙ্গল: টানা আটবার কলকাতা লিগ জেতা ইস্টবেঙ্গল এই মরসুমে টানা লিগ জয়ের ট্রিপিল হ্যাটট্রিক করার লক্ষ্যে মাঠে নামবে। কয়েক দিন আগেই ইস্টবেঙ্গলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে বাস্তব রায়কে। 'এ' লাইসেন্স আছে বাস্তব রায়ের। টিডি রয়েছেন সুভাষ ভৌমিক।

মোহনবাগান: সঞ্জয় সেন পরবর্তী জামানায় ভাঙাচোড়া একটা দলকে সঙ্ঘবদ্ধ করে গড়ে তুলেছেন মোহনবাগানের কোচ শঙ্করলাল চক্রবর্তী। এই মরসুমেও মোহনবাগানের রিমোট কন্ট্রোল থাকবে শঙ্করের হাতেই। 'এ' লাইসেন্স আছে শঙ্করের।

মহামেডান স্পোটিং: বিশ্বজিত ভট্টাচর্যকে সরিয়ে কয়েক দিন আগেই মৃদুল ব্যানার্জীকে কোচ হিসেবে নিযুক্ত করে সাদা-কালো কর্মকর্তারা। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই মহামেডানের দায়িত্ব ছাড়েন মৃদুল। এখনও নতুন কোচের নাম ঘোষণা করেনি মহামেডান। মাঝে খালিদ জামিল প্রস্তাব দেওয়া হলেও তিনি মহামেডানের প্রস্তাব ফিরিয়ে দেন। এই মুহূর্তে পুরনো কোচ ফুজা তোপের সঙ্গে যোগাযোগ করছে মহামেডান। 'সি' লাইসেন্ট অধিকারী ফুজা।

এরিয়ান: এরিয়ানের দায়িত্বে রয়েছেন ময়দানের পোড় খাওয়া কোচ রঘু নন্দী। গত বারের মতো এই বারেও এরিয়ানের টিডির দায়িত্বে রয়েছেন রঘু। গত বার এরিয়ানের কোচ ছিলেন রঘুর পুত্র রাজদ্বীপ নন্দী। কিন্তু তাঁর 'ডি' লাইসেন্স থাকায় এই মরসুমে এরিয়ানের কোচিং করাতে পারবেন না রাজদীপ। সেক্ষেত্রে কোনও
'সি' লাইসেন্স কোচ করে জুড়ে দেওয় হবে রঘুর সঙ্গে।

রেইনবো এফসি: গত মরসুমে আবির্ভাবেই নজর কেড়েছিল রেনবো। এই মরসুমে রেনবোর দায়িত্বে রয়েছেন তড়িৎ ঘোষ। ময়দানের এই কোচের 'সি' লাইসেন্স রয়েছে।

এফসিআই: দীর্ঘ দিন পর প্রিমিয়ার এ-তে খেলবে এফসিআই। আসন্ন কলকাতা লিগে ময়দানের পোড় খাওয়া খেলোয়াড় বিকাশ পাঁজির তত্বাবধানে খেলবে এফসিআই। তবে বিকাশের সি লাইসেন্স নেই। সূত্রের খবর, সেক্ষেত্রে সুদীপ চক্রবর্তীকে কোচ করে টিডি করে দেওয়া হতে পারে বিকাশকে।

পাঠচক্র: এই মরসুমে প্রাক্তন ডাচ ফুটবলার রেমকো বয়েরকে কোচ করে চমক দিয়েছে পাঠচক্র। 'এ' লাইসেন্সের অধিকারী এই ডাচ কোচ।

ওয়েস্ট বেঙ্গল পুলিশ: আসন্ন কলকাতা লিগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোচের দায়িত্বে রয়েছেন সহদেব কুমার ভৌমিক। 'সি' লাইসেন্স করা আছে এই কোচের।

জর্জ টেলিগ্রাফ: এই মরসুমে জর্জ টেলিগ্রাফের কোচের দায়িত্বে রয়েছেন রঞ্জন ভট্টাচার্য। 'বি' লাইসেন্স আছে রঞ্জনের।

টালিগঞ্জ অগ্রগামী: আসন্ন কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্যকে কোচ করে টালিগঞ্জ। কিন্তু অভিজ্ঞ এই কোচের 'সি' লাইসেন্স না থাকায়, তাঁকে টিডির দায়িত্ব দেওয়া হয়। কোচ হিসেবে তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আলি রেজাকে। আলির 'সি' লাইসেন্স আছে।

পিয়ারলেস: পিয়ারলেসের দায়িত্বে রয়েছেন ফুজা তোপে। তিনি 'সি' লাইসেন্সধারী কোচ। কিন্তু তাঁর সঙ্গে কথা চালাচ্ছে লাল সরণীর ক্লাবটি।

ক্যালকাটা কাস্টমস: কাস্টমসের হেড কোচের দায়িত্বে আছেন রাজীব দে। তাঁর 'সি' লাইসেন্স আছে।

English summary
Most of the coaches don’t have required license for doing coaching in Calcutta football league.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X