For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনেগালের বিরুদ্ধে জাপানের অস্ত্র হতে চলেছেন এই তিন ফুটবলার

প্রথম ম্যাচে কলম্বিয়াকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সেনেগালের মুখোমুখি জাপান। এই ম্যাচে জিতলে বিশ্বকাপে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলবে জাপান।

Google Oneindia Bengali News

জাপানের অদম্য লড়াই গত ম্যাচে ব্যাকফুটে ফেলে দিয়েছিল কলম্বিয়াকে। লাতিন আমেরিকার দলটিকে জাপান হারিয়ে দেয় ২-১ গোলে। অন্যদের কাছে এই ফলাফল দুর্ঘটনা লাগলেও, একেবারেই অবাক হননি জাপানের কোচ বা সমর্থকেরা। কারণ ২০১৮ বিশ্বকাপে ভাল ফল করতে বিগত বেশ কয়েক বছর ধরে এই দলটিকে বিভিন্ন রকম উন্নতি প্রযুক্তি সাহায্যে তৈরি করা হচ্ছিল, যাতে বড় দলগুলির বিরুদ্ধে সমস্যায় না পড়তে হয় তাদের।

গত ম্যাচে জাপানের হয়ে হয়ে দু'টি গোল করেন শিনজি কাগাবা এবং য়ুয়া ওসাকো। এক ঝলকে দেখে নিন এই ম্যাচে সেনেগালকে হারাতে কাদের উপর নজর থাকবে

শিনজি কাগাবা

শিনজি কাগাবা

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন এই অ্যাটাকিং মিডফিল্ডার গত ম্যাচেই জাপানের খেলার রং বদলে দিয়েছিলেন। তাঁর করা পেনাল্টি গোলেই প্রথমে এগিয়ে যায় জাপান। বুরুসিয়া ডর্টমুন্ডের এই তারকা দেশের জার্সিতে খেলেছেন ৯৩টি ম্যাচে গোল করেছেন ৩১টি। এই ম্যাচে কাগাবা বড় ভূমিকা নিতে পারেন এই ম্যাচে।

য়ুয়ি ওসাকো

য়ুয়ি ওসাকো

গত ম্যাচে জাপানের হয়ে উইনিং গোলটি করেন ওসাকো। তাঁর দাপুটে পারফরম্যান্সের উপরই গত ম্যাচে কলম্বিয়াকে হারায় জাপান। এই ম্যাচেও জাপানের ভরসা হতে চলেছেন ওসাকো।

শিনজি ওকাজাকি

শিনজি ওকাজাকি

জাপান দলটির অন্যতম অভিজ্ঞ ফুটবলার শিনজি। জাপানের জার্সিতে তাঁর ১১৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ১১৪ ম্যাচে ৫০টি গোল করেছেন তিনি। লেস্টার সিটির অন্যতম তারকা হলেন এই ফরওয়ার্ড। এই ম্যাচেও ওকাজাকির দুরন্ত পারফরম্যান্সের উপরই নির্ভর করবে জাপানের ভাগ্য।

English summary
Japan will face Senegal to secure their spot in second round. Three Japanese players can take vital step to beat Senegal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X