For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই ফুটবলাররাই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন জার্মানির জার্সিতে

মাস্ট উইন ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি জার্মানি। পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন গত বারের চ্যাম্পিয়নদের।

Google Oneindia Bengali News

মাস্ট উইন ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি জার্মানি। পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন গত বারের চ্যাম্পিয়নদের। শুধু জিতলেই হবে না নির্ভর করতে অপর ম্যাচে মেক্সিকো এবং সুইডেনের ফলাফলের উপর।

এই ম্যাচে জার্মানির ড্র করলেও শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে পারে, যদি মেক্সিকো হারিয়ে দেয় সুইডেনকে। তবে, বেশি জটিলতার মধ্যে এবং যদি-কিন্তুর হিসেবে পড়তে নারাজ জার্মান কোচ জোয়াকিম লো। শেষ ম্যাচ ভাল ব্যবধানে জিতে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করতে চান তিনি। আর সেই জন্য এই ম্যাচে জার্মানির শিবির নজর থাকবে প্রধনত আক্রমণল ভাগের তিন অভিজ্ঞ খেলোয়াড়ের উপর।

মারিও গোমেজ

মারিও গোমেজ

জার্মানির আক্রমণভাগের অন্যতম নির্ভর যোগ্য সদস্য মারিও গোমেজ। দেশের জার্সিতে ৭৭টি ম্যাচে ৩১টি গোল রয়েছে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বড় জয় পেতে হলে নিজের সেরা ছন্দে ধরা দিতে হবে বার্য়ান মিউনিখের এই প্রাক্তন তারকাকে।

টনি ক্রুস

টনি ক্রুস

জার্মান দলের অন্যতম অভিজ্ঞ প্লেয়ার হলেন টনি ক্রুস। তাঁর দক্ষতা এবং স্কিল সব সময়েই থেকেছে আলোচণার কেন্দ্রে। তাঁর অসামান্য গোলেই সুইডেনের বিরুদ্ধে জয় এসেছে জার্মানির। এই ম্যাচেও জার্মানির ভাগ্য অনেকটাই নির্ভর করবে এই মিডফিল্ডারের উপর।

থমাস মুলার

থমাস মুলার

এই বিশ্বকাপে এখনও গোলের মুখ দেখেননি মুলার। দেশের জার্সিতে ৯৩টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। তাঁর ঝুলিতে রয়েছে ৩৮টি গোল। এই ম্যাচে মুলারের ফর্মের উপর অনেকটা নির্ভর করবে গত বারে বিশ্ব চ্যাম্পিয়নদের ভাগ্য।

English summary
Germany will face South Korea in a must win match. The result of this match will finalize whether Germany will qualify of not. In this match three star players of Germany can help them to achieve the victory against South Korea.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X