For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মেক্সিকোর এই ফুটবলারদের দিকে নজর রাখুন

অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি মেক্সিকো। এই ম্যাচে মেক্সিকোর ভাগ্য অনেকটাই নির্ভর করবে দলের সেরা তিন ফুটবলারের উপর।

Google Oneindia Bengali News

বেশ ভাল ভাবেই রাশিয়া বিশ্বকাপের শুরুটা করেছে মেক্সিকো। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা। আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে মেক্সিকো। এই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিতে পারলেই বিশ্বকাপের শেষ ষোলোয় নিজেদের জায়গা পাকা করে নেবে লাতিন আমেরিকার দলটি।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মেক্সিকোর এই ফুটবলারদের দিকে নজর রাখুন

এক নজরে দেখে নেওয়া যায় জার্মানির বিরুদ্ধে কাদের উপর মূল ভরসা থাকবে মেক্সিকোর।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মেক্সিকোর এই ফুটবলারদের দিকে নজর রাখুন

হাভিয়ের হার্নান্দেজ: এই বিশ্বকাপে মেক্সিকোর প্রধাণ কাণ্ডারী এই স্ট্রাইকার। হাভিয়েরের উপর ভরসা করেই বিশ্বকাপে চমক দিতে চায় লাতিন আমেরিকার এই দলটি। জার্মানির বিরুদ্ধে মেক্সিকো যে গোলটা পেয়েছিল তার রূপকারও ছিলেন এই তারকা ফুটবলার। এই ম্যাচের তাঁর উপর অনেকটা নির্ভর করবে মেক্সিকোর ভাগ্য।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মেক্সিকোর এই ফুটবলারদের দিকে নজর রাখুন

জিওভান্নি ডস স্যান্টোস: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মেক্সিকোর মাঝ মাঠের নিয়ন্ত্রণ থাকবে প্রাক্তন এই বার্সা তারকার উপরই। সম্প্রতি স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচে গোলও পেয়েছেন এই মিডিও। জিওভান্নি যদি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন তাহলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তেই পারে মেক্সিকো।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মেক্সিকোর এই ফুটবলারদের দিকে নজর রাখুন

গিয়েরমো ওচোয়া: গত বিশ্বকাপে মেক্সিকোর গোলের তলায় প্রচীরের মতো দাঁড়িয়ে ছিলেন ওচোয়া। বাঁচিয়ে ছিলেন একের পর এক অবিশ্বাস্য গোলমুখী শট। হয়ে উঠে ছিলেন অতিমানব। জার্মানির বিরুদ্ধে দেখা গেল সেই একই ফর্ম ধরে রেখেছেন এই গোলরক্ষক। মূলত ওচোয়ার কাছেই প্রথম ম্যাচে থমকে যেতে হয়েছে জার্মানিকে। ওচোয়া যদি প্রাচীর না হয়ে উঠতে পারতেন তাহলে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারতে হত মেক্সিকোকে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মেক্সিকোর শিবিরের মূল ভরসা এই তারকা গোলরক্ষক।

এই বিশ্বকাপে মেক্সিকোর কোচোর হট সিটে রয়েছেন ম্যানচেস্টার সিটির প্রাক্তন সহকারী কোচ খুয়ান কার্লোস ওসোরিয়ো।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মেক্সিকোর এই ফুটবলারদের দিকে নজর রাখুন

খুয়ান কার্লোস ওসোরিয়ো: দলটিকে একটা পরিবারে গড়ে তুলতে সক্ষম হয়েছে ওসোরিয়ো। যার ফল জার্মানির বিরুদ্ধে প্রথম ম্যাচেই পেয়েছে মেক্সিকো। তাঁর পছন্দের স্টাইল হল দ্রুতগতিতে আক্রমণ তুলে আনা।

English summary
Mexico will face South Korea in a vital game. In this match three Mexican players can take vital role to register win for Mexico.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X