For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশরের বিরুদ্ধে আক্রমণের জোড়া ফলাই ভরসা তাবারেজের

মিশরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০১৮ বিশ্বকাপ অভিযান শুরু করছে উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না উরুগুয়ে টিম ম্যানেজমেন্ট।

Google Oneindia Bengali News

অপেক্ষাকৃত দুর্বল মিশরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে উরুগুয়ে। গ্রুপ 'এ' থেকে ফেভারিট দল উরুগুয়েই। তরুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে এই বিশ্বকাপে নিজেদের দল তৈরি করেছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ।

মিশরের বিরুদ্ধে আক্রমণের জোড়া ফলাই ভরসা তাবারেজের

প্রতিবার একাধিক তারকা থাকলেও বিশ্বকাপে বিশেষ কিছু করে দেখাতে পারে না লাতিন আমেরিকার এই দল। তাই এই বার একটু অন্য স্ট্র্যাটেজিতে দেখা যেতে পারে উরুগুয়েকে।

যদিও মিশর বধ করতে হলে উরুগুয়েকে অনেকটাই নির্ভর করতে হবে জোড়া ফলা লুইস সুয়ারেজ এবং এডিনসন কাভানির উপর। কারণ উরুগুয়ের থেকে ধারে ও ভারে অনেকটাই পিছিয়ে থাকলেও মিশরের দলে রয়েছে মহম্মদ সালাহ। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর এই প্রতিভাবান তারকাকে ঘিরেই আলোচণা ফুটবলপ্রেমীদের মধ্য। অল্প সময়ের মধ্যেই নিজেকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন লিভারপুলের এই স্ট্রাইকার।

তবে, সালাহ থাকলেও নিজেদের পরিকল্পনা মাফিকই ফুটবল খেলতে চান তাঁরা, জানিয়েছেন উরুগুয়ের কোচ। বিপক্ষ দলে সালাহের মতো ফুটবলার থাকা সত্ত্বেও সুয়ারেজ এবং কাভানির ফর্ম আশ্বস্ত করছে তাবারেজকে।

মিশরের বিরুদ্ধে আক্রমণের জোড়া ফলাই ভরসা তাবারেজের

বার্সেলোনার জার্সি গায়ে গত মরসুমে ভাল পারফর্ম করেছিলেন সুয়ারেজ। তাছাড়া বক্সের মধ্যে খুব বেশি ভুল তিনি করেন না। পাশাপাশি উরুগুয়ের জার্সি গায়ে সুয়ারেজকে অন্যদের থেকে আলাদা করছে তাঁর গোল সংখ্যা। উরুগুয়ের জার্সিতে সর্বাধিক ৫০টি গোল করেছেন সুয়ারেজ। এছাড়া সুয়ারেজের বড় গুন হল নিজে গোলের সামনে থাকলেও সুবিধাজনক জায়গায় থাকা সতীর্থকে দিয়ে গোল করান।

সুয়ারেজের মতোই উরুগুয়ে কোচের ভরসার আরও এক কারণ কাভানি। জাতীয় দলের হয়ে ৪২টি গোল করেছেন তিনি। এছাড়া প্যারিস সাঁ জাঁ-এর জার্সিতে তাঁর পারফরম্যান্স এক কথায় অনবদ্য। কাভানির হেড করার ক্ষমতা বিশেষ ভাবে উল্লেখ্য। বহু ম্যাচে অনবদ্য হেড করতে দেখা গিয়েছে এই তারকা স্ট্রাইকারকে।

English summary
Uruguay to face Egypt in their first match of 2018 fifa world cup. Coach of Uruguay has full faith on his squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X