For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেনমার্কের বিরুদ্ধে এই তিন ফুটবলারই বাজি হতে চলেছে পেরুর

গ্রুপ ‘সি’ এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার মুখোমুখি ডেনমার্ক এবং পেরু। পেরুর তিনজন তারকা ফুটবলার পেরুকে কাঙ্খিত জয় এনে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

Google Oneindia Bengali News

ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শনিবার বিশ্বকাপ অভিযান শুরু করছে পেরু। এমনিতে বিশ্বকাপে যে গ্রুপে পেরু রয়েছে সেই গ্রুপে রয়েছে ফ্রান্সের মতো দেশ। পেরু এবং ফ্রান্স ছাড়াও এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া এবং এই ম্যাচে পেরুর প্রতিপক্ষ ডেনমার্ক।

ডেনমার্কের বিরুদ্ধে এই তিন ফুটবলারই বাজি হতে চলেছে পেরুর

ফলে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য ফেভারিট ফ্রান্সই। আর দ্বিতীয়স্থান দখলের জন্য লড়াই তিনটি দলের মধ্যে। ফলে এই ম্যাচে যে দল জিতবে সেই দলই পরবর্তি রাইন্ডের দিকে এক পা বাড়িয়ে রাখবে।
এক ঝলকে দেখে নিন এই ম্যাচে কারা হতে চলেছেন পেরুর সম্পদ।

ডেনমার্কের বিরুদ্ধে এই তিন ফুটবলারই বাজি হতে চলেছে পেরুর

পেওলো গেরেরো: এই বিশ্বকাপে পেরু দলের অন্যতম ভরসা বর্যীয়ান এই স্ট্রাইকার। ডোপিংয়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বিশ্বকাপের জন্য তার উপর খেলার উপর থেকে নিশেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জাতীয় দলে ফিরেই চলতি মাসের গোড়ার দিকে সৌদি আরবের বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি। এই ম্যাচের তাঁর দিকেই চেয়ে থাকবে পেরু।

ডেনমার্কের বিরুদ্ধে এই তিন ফুটবলারই বাজি হতে চলেছে পেরুর

জেফারসন ফারফান: ৩৩ বছর বয়স হলেও পেরুর হয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ম্যাচে ফারফানের পারফরম্যান্স ছিল নজরকাড়া। প্লে অফে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং প্যারাগুয়ের বিপক্ষে অনবদ্য ফুটবল খেলেন তিনি।

ডেনমার্কের বিরুদ্ধে এই তিন ফুটবলারই বাজি হতে চলেছে পেরুর

আলবার্তো রডরিগেজ: বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে পেরু ডিফেন্সে প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন আলবার্তো। তাঁকে ভেদ করে গোল করা সম্ভব হয়নি বহু তারকা স্ট্রাইকারেরই। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৭৩টি ম্যাচ খেলেছেন তিনি। এই ম্যাচেও তাঁর পারফরম্যান্সের উপর নির্ভর করছে ম্যাচে পেরুর ভাগ্য।

ডেনমার্কের বিরুদ্ধে এই তিন ফুটবলারই বাজি হতে চলেছে পেরুর

রিকার্ডো গারিকা: ২০১৫ সালে মার্চ মাসে পেরুর দায়িত্ব নেন রিকার্ডো। তাঁর কোচিংয়েই ওই বছরই কোপা আমেরিকার সেমিফাইনালে পৌছয় পেরু। এবং দীর্ঘ ৩৬ বছর পর তাঁর কোচিংয়েই বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করে পেরু।

English summary
Peru will face Denmark in a crucial encounter of group c in 2018 fifa world cup. In this match three star players of Peru can help peru to achive the first win in 2018 fifa world cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X