For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাপানের বিরুদ্ধে সেনেগালের অস্ত্র হতে চলেছেন এই তিন ফুটবলার

জাপানের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি সেনেগাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জেতার জন্য সেনেগালকে অনেকটা নির্ভর সাদিও মানে, মুসা কোনাতে এবং ইদ্রিসা গানা গুইয়ের উপর।

Google Oneindia Bengali News

২০০২ বিশ্বকাপের পর ফের ২০১৮ বিশ্বকাপে নিজেদের জায়গা করতে পেরেছে সেনেগাল। প্রথম ম্যাচেই সেনেগাল দলটি হারিয়ে দিয়েছে পোল্যান্ডের মতো শক্তিশালী দলকে। দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে মাঠে না্মছে তারা।

এই ম্যাচ জিতলে তারা অর্জন করবে গ্রুপের শীর্ষস্থান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে না্মার আগে আত্মবিশ্বাসী সেনেগালের শিবির। জেনে নিন, জাপানের বিরুদ্ধে ভাল ফল করতে হলে কাদের উপর নির্ভর করতে হবে সেনেগালকে।

সাদিও মানে

সাদিও মানে

এই দলের মূল আকর্ষণ হল লিভারপুলেকর এই উইঙ্গার। মানের ফর্মের উপর অনেকটাই নির্ভর করবে সেনেগালের ভাগ্য। প্রথম ম্যাচে সে ভাবে নজর কাড়তে পারেননি মানে। তিনি যদি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন, তাহলে জাপানের থেকে পয়েন্ট কেড়ে নিতে বেশি সমস্যা হওয়ার নয় সেনেগালের।

মুসা কোনাতে

মুসা কোনাতে

সেনেগালের জাতীয় দলের অন্যতম সদস্য মুসা। ২০১৮ বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে সেনেগালের হয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। দেশের জার্সিতে মোট ২৬টি ম্যাচ খেলে ৯টি গোল করেছেন তিনি।

ইদ্রিসা গানা গুই

ইদ্রিসা গানা গুই

২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের উপর সেনাগাল মাঝমাঠের কার্যকারীতা নির্ভর করে বিভিন্ন ক্ষেত্রে। দেশের জার্সিতে ৫৫টি ম্যাচ খেলা গানার ঝুলিতে রয়েছে ১টি গোল। এভার্টনের এই ডিফেন্সিভ মিডিফিল্ডারের পারফরম্যান্সের উপর এই ম্যাচে অনেকটাই নির্ভর করবে সেনেগাল।

English summary
Senegal will face Japan to win the first place of the group h in 2018 fifa world cup. In this match three star players of Senegal can help them to achieve that spot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X