For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের তারকা আজ কোথায়, জেনে নিন

দীর্ঘ ২০ বছর পর ফের একবার বিশ্ব জয়ের হাতছানি ফ্রান্সের সামনে। দ্বিতীয়বার খেতাব জয়ের সুযোগ লে ব্লুজের সামনে।

Google Oneindia Bengali News

দীর্ঘ ২০ বছর পর ফের একবার বিশ্ব জয়ের হাতছানি ফ্রান্সের সামনে। দ্বিতীয়বার খেতাব জয়ের সুযোগ লে ব্লুজের সামনে। আজ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। দীর্ঘ ২০ বছর পর বিশ্ব জয়ের ছাতছানি যখন ফ্রান্সের সামনে, তখন আসুন দেখে নেওয়া যাক কুড়ি বছর আগে বিশ্বকাপ জয়ী ফ্রান্সের দলের সদস্যরা এখন কোথায়।

১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের তারকা আজ কোথায়, জেনে নিন

জিনেদিন জিদান: ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন কিংবদন্তি এই ফুটবলার। ফাইনালেও তাঁর পা থেকে আসে দু'টি গোল। কয়েক দিন আগে রিয়ালের কোচের পদ থেকে ইস্তফা দেন জিদন।

প্যাট্রিক ভিয়েরা: ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্যাট্রিক। খেলা ছাড়ার পর কোচিংয়ে আসেন প্যাট্রিক। বর্তমানে নিসের দায়িত্বে রয়েছেন প্যাট্রিক।

ইয়োরি জোরকয়েফ: সুনামের সঙ্গে দীর্ঘ দিন মিলানের জার্সিতে খেলেছেন ইয়োরি। পরবর্তী সময়ে তাঁকে বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখা গিয়েছে।

ক্রিস্টোফি দুগারি: ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের প্রথম গোলটি আসে তাঁর পা থেকেই। বর্তমানে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন চ্যানেলে দেখা যায় তাঁকে।

বি লিজারাজু: ফ্রান্সের অন্যতম ডিফেন্ডার ছিলেন লিজারাজু। বার্য়ান মিউনিখের জার্সিতে ৯৭টি ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন সময়ে দেখা যায় তাঁকে।

লরা ব্লাঁ: ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম ভরসা ছিলেন এই ডিফেন্ডার। বর্তমানে প্যারিস সাঁ জাঁয়ের কোচের ভূমিকার রয়েছেন তিনি।

ডেভিড ক্রেজেগুয়ে: ফর্মে থাকা ডেভিড, বিশ্বকাপে সে ভাবে নজর কাড়তে পারেননি। তবে, ২০০০ সালে ইউরো কাপে তাঁর গোলেই খেতাব জেতে ফ্রান্স। জুভেন্তাসের জার্সিতে দশ বছর খেলে অবসর নেওয়ার পর এখন জুভেন্তাসের সঙ্গেই যুক্ত রয়েছেন তিনি।

মার্সেল দেসাই: এসি মিলানের হয়ে দীর্ঘদিন খেলা এই ডিফেন্ডার ২০০৬ সালে ফুটবলকে বিদায় জানান। চেলসির জার্সিতে অবসর নেন তিনি। বর্তমানে ফুটবল বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যায় তাঁকে।

ফাবিয়েন বার্থেজ: ১৯৯৮ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছিলেন বার্থেজ। এখন আর কোনও ভাবেই ফুটবলের সঙ্গে যুক্ত নেই বার্থেজ।

এমানুয়েল পেতিত: ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে গোল ছিল এই তারকা ফুটবলারের। গোটা বিশ্বকাপেই দুরন্ত পারফরম্যান্স ছিল পেতিতের। এখন একটি স্পোর্টস ওয়েবসাইট এবং গৃহহীনদের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি।

থিয়েরি অঁরি: ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা অঁরি। বর্তমানে বেলজিয়ামের সহকারী কোচ।

দিদিয়ের দেশঁ: বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অধিনায়ক ছিলেন দেশঁ। ২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেন তিনি। বিশ্বকাপ জিতলে মারিয়ো জাগালো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর তৃতীয় ব্যক্তি হিসেবে কোচ এবং ফুটবলার হিসেবে বিশ্ব জিতবেন

লিলিয়াঁ থুরাম: ১৯৯৮ বিশ্বকাপে এই ফুটবলারের পারফরম্যান্স অনেককেই ফিকে করে দিয়েছিল। সোনা বল জেতার লড়াইয়েও ছিলেন তিনি। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলও করেন তিনি। বর্তমানে ফুটবলে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিভন্ন কাজ করছেন তিনি।

English summary
Have a look on world cup wining squad of france and know what they are doing now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X