For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাইনালের পর প্রবল বৃষ্টি, রাশিয়ার ধুয়ে গেল ১৭০০ কোটি টাকার স্টেডিয়াম


 বিশ্বকাপ ফাইনালের পর প্রবল বৃষ্টিতে ধুয়ে যাওয়ার অবস্থা হয়েছে রাশিয়ার ভোলগোগ্রাদ এরিনা স্টেডিয়াম।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপ ফাইনালের খেলা শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় দারুণ বৃষ্টি হয়। সেই অবস্থাতেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলেছে। তা নিয়ে খবরও হয়েছে। তবে খেলার পর যে হারে প্রবল বৃষ্টি হয়েছে তাতে প্রায় ধুয়ে যাওয়ার অবস্থা হয়েছে রাশিয়ার ভোলগোগ্রাদ এরিনা স্টেডিয়াম।

ফাইনালের পর প্রবল বৃষ্টি, রাশিয়ার ধুয়ে গেল ১৭০০ কোটি টাকার স্টেডিয়াম

বিশ্বকাপ উপলক্ষ্যে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছিল ভারতীয় মুদ্রায় ১৭৬১ কোটির বেশি টাকা দিয়ে। তবে প্রবল বৃষ্টিতে স্টেডিয়ামের চারপাশে ধস নামে। ফলে স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ফুঁড়ে ভিতরের কাদা-মাটি বেরিয়ে এসেছে।

এই স্টেডিয়ামে বিশ্বকাপের বেশ কয়েকটি খেলা হয়েছে। ৪৫ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামটিতে মোট আটটি দল এসে খেলেছে। যার মধ্যে ইংল্যান্ড ও জাপান রয়েছে।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/z4mdRJT-Nrw" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

এমন ঘটনা গত একশো বছরে ঘটেনি। এত প্রবল বৃষ্টিপাত দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন। কর্তৃপক্ষ যুদ্ধকালীন ততপরতায় স্টেডিয়াম সারাইয়ের কাজে লাগ লাগিয়েছেন।

English summary
Heavy rain damages Russian World Cup stadium of Volgograd Arena
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X