For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডোর শরীরে ট্যাটু না থাকার কারণ জানলে তাঁর প্রতি আপনার শ্রদ্ধা আরও বেড়ে যাবে

বড় ফুটবলারের পাশাপাশি কত বড় মনের মানুষ ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তা বহুবার প্রমাণ পেয়েছে। ফের জানা গেল সেই রকই একটি দিক। রক্তদান করতে ভালোবাসেন সিআর ৭।

Google Oneindia Bengali News

শুধু পর্তুগিজ ফুটবলেরই নয়, বিশ্ব ফুটবলের একটা স্তম্ভ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর মতো তারকা যে কোনও সময়ে, যে কোনও ম্যাচের ভাগ্য ঘুড়িয়ে দিতে পারেন। রোনাল্ডোর ভক্ত সংখ্যাও নেহাত কম নয়।

রোনাল্ডোর শরীরে ট্যাটু না থাকার কারণ জানলে তাঁর প্রতি আপনার শ্রদ্ধা আরও বেড়ে যাবে

বহু ক্ষেত্রে দেখা গিয়েছে অধিকাংশ ফুটবলারের গায়েই কোনও না কোনও ট্যাটু রয়েছে। নেইমার থেকে লিওনেল মেসি, সকলের গায়েই রয়েছে ট্যাটু। কিন্তু ফুটবল কিংবদন্তি হয়েও গায়ে একটিও উল্কি নেই সিআর ৭-এর। কিন্তু কেন অন্যদের মতো ট্যাটু করেননি রোনাল্ডো? গায়ে উল্কি কাটা কি তাঁর পছন্দ নয়? ঘুরে ফিরে এসেছে নানান প্রশ্ন। কিন্তু এর নেপথ্যে লুকিয়ে থাকা মর্মস্পর্ষী কারণ এখনও অনেকেরই না জানা।

ফুটবল নিয়ে চর্চার পাশাপাশি নিয়মিত রক্তদান করেন রোনাল্ডো। নিজে রক্তদান করার পাশাপাশি ভক্তদেরও উদ্বুদ্ধ করেন রক্তদান করার বিষয়ে। বিশ্ব রক্তদান দিবসে নিজের রক্ত দেওয়ার ছবি টুইটও করেছেন অতীতে এই তারকা ফরওয়ার্ড।

চিকিৎসকরা জানাচ্ছেন রক্তদান করতে হলে একজন মানুষের গায়ে কম করে তার আগের চার মাস রং লাগা চলবে না, অথবা গায়ে ট্যাটু থাকলে সেই ব্যক্তি রক্তদান করতে পারবেন চার পর।

রোনাল্ডো কখনই চাননি স্রেথ উল্কি কাটার জন্য এই কাজ থেকে বিরত থাকতে, আর তাই গায়ে কোনও ট্যাটু রাখেননি তিনি।

English summary
Cristiano Ronaldo loves to donate blood and very often he does it. And for this reason he don’t have any tattoo.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X