For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেম দিবস, তবে লাজং-এর জন্য নেই লাল-হলুদ ভালবাসা ! বদলে থাকছে স্প্যানিশ-শ্রদ্ধা

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) কলকাতায় ইস্টবেঙ্গল এবং শিলং লাজং এর মধ্যে আই-লিগ ২০১৮-১৯'এর ম্যাচের প্রিভিউ।

  • |
Google Oneindia Bengali News

আই লিগ ২০১৮-১৯'এর শেষ ৩ ম্যাচ খেলতে যেতে হবে বাইরের মাঠে। অত্যন্ত কঠিন সেই যাত্রা শুরুর করার আগেই কলকাতায় অপেক্ষাকৃত সহজ ম্য়াচগুলি জিতে লিগ শীর্ষে থাকা চেন্নাইকে ধরে ফেলতে চায় লাল-হলুদ। বৃহস্পতিবার 'প্রেম দিবসে' তাই কলকাতার মাঠে মেনেন্দেজ বাহিনীর বিরুদ্ধে লিগের একেবারে তলানীতে থাকা শিলং লাজং-এর কোনও ভালবাসা আশা করা উচিত নয়।

এই মুহুর্তে সবকিছুই মশাল বাহিনীরপ পক্ষেই ঘটছে। নেরোকার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দারুণ ভাবে ফিরে এসে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। পাশাপাশি, খেতাবি দৌড়ে থাকা চেন্নাই সিটি, চার্চিল ব্রাদার্সরা পয়েন্ট নষ্ট করেছে। তবে লাজং-এর প্রতি প্রেম না থাকলেও মেনেন্দেজ বলেছেন, লাজং-এর তরুণ দলকে সমান সম্মান করবে তাঁর দল।

জঙ্গির মৃত্যু

জঙ্গির মৃত্যু

জম্মু ও কাশ্মীরে সেনা এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ইস্টবেঙ্গল দলের খবর

ইস্টবেঙ্গল দলের খবর

২টি ম্যাচ কম খেলে, লিগ শীর্ষে থাকা চেন্নাই এফসির সঙ্গে লাল-হলুদের পয়েন্টের ব্যবধান ছয়। চেনানইকে এরকম হাতের মুঠোয় পেয়ে এখানে আর একটুও ভুল করার জায়গা নেই লাল-হলুদে সামনে। নেরোকার সঙ্গে পিছিয়ে পড়ে দুর্দান্ত জয় পাওয়ার পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে মশাল বাহিনী।

সামনের কঠিন সূচীর কথা মাথায় রেখে এই ম্যাচে বেশ কয়েকটি বদল করতে পারেন আলেহান্দ্রো মেনেন্দেজ। নেরোকা ম্যাচে ঘাড়ে সামান্য আঘাত পেয়েছিলেন স্প্যানিশ আক্রমণাত্মক ফুটবলার হাইমে কোলাদো। তিনি সুস্থ হয়ে গিয়েছেন, কিন্তু আগামী দিনের কথা ভেবে তাঁকে আরও বিশ্রাম দেওয়া হতে পারে।

আগের ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে দুই গোল করেছেন এস্কেদা কাজেই ইস্টবেঙ্গল কোচের হাতে বিকল্পের অভাব নেই। এস্কেদা ছাড়াও বৃহ্সপতিবারের ম্যাচে আরও কয়েকটি বদল হতে পারে। রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে পারেন মেনেন্দেজ।

কুয়োয় পড়ে ১২ ঘণ্টা পরে উদ্ধার

কুয়োয় পড়ে ১২ ঘণ্টা পরে উদ্ধার

রাজস্থানের দৌসায় একটি গ্রামে কুয়োয় পড়ে গেল তিন বছরের শিশু। ১২ ঘণ্টা কুয়োয় আটকে থাকার পরে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।

শিলং লাজং দলের খবর

শিলং লাজং দলের খবর

অ্যারোজ ছাড়া আই লিগের দ্বিতীয় সব ভারতীয় খেলোয়াড়ের দল এখন লিগ টেবিলে সবার নিচে রয়েছে। কিন্তু গত দুই ম্যাচে মিনার্ভা পাঞ্জাব ও চার্চিল ব্রাদার্সকে হারিয়ে তারা এখন বেশ ভাল ফর্মে রয়েছে। চার্চিল ম্য়াচে কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে, চাপের মুখেও জয় তুলে নিতে পারে তারা। কাজেই ইস্টবেঙ্গলের আগামী ম্য়াচটা খুব সহজ হবে না।

গরবা নাচে ফতোয়া

গরবা নাচে ফতোয়া

এবছর সেই অঞ্চলে দশেরায় গরবা নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না মুসলিমরা। ফতোয়া জারি করল গুজরাতের কচ্ছ এলাকার একটি স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন।

প্রথম লেগের ফল ও সাম্প্রতিক ফর্ম

প্রথম লেগের ফল ও সাম্প্রতিক ফর্ম

আই লিগের প্রথম লেগের ম্যাচে শিলং-এ ইস্টবেঙ্গল ১-৩ গোলে জিতেছিল। লাল-হলুদের পক্ষে গোল করেন জবি জাস্টিন (১২', ৪১') ও বিদ্যাসাগর সিং (৭৪')। লাজংয়ের গোলদাতা ছিলেন রাকেশ প্রধান (৭১')।

বৃহ্পতিবার ইস্টবেঙ্গল আই লিগে টানা ৪ ম্যাচে জয়ের লক্ষ্যে নামছে। গত দুই ম্যাচ জিতেছে লাজং-ও।

ইস্টবেঙ্গল - জয়, জয়, জয়, হার, জয়

শিলং লাজং - জয়, জয়, হার, হার, হার

কাটজু উবাচ

কাটজু উবাচ

'গরু' কোনও মানুষের 'মাতা' হতে পারে না। দাদরি হত্যাকাণ্ড প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ইস্টবেঙ্গল - দাগার (গোলরক্ষক), চুলোভা, অ্যাকোস্টা, বোরহা গোমেজ, কমলপ্রিত, দানমাউইয়া, আইদারা, রালতে, ডোভাল, এস্কেদা, জবি জাস্টিন।

তারকা - এস্কেদা, জবি জাস্টিন, অ্যাকোস্টা,

শিলং লাজং - লাচেনপা (গোলরক্ষক), নবীন গুরুং, দোহলিং, রাভা, খারশং, রাকেশ প্রধান, স্যামুয়েল কিন্শি, লালরোহলুয়া, বুয়াম, লালমুয়ানপুইয়া, মহেশ সিং।

তারকা - মহেশ সিং, লালমুয়ানপুইয়া, খারশং,

ভারতে স্বাগত অ্যাঞ্জেলা

ভারতে স্বাগত অ্যাঞ্জেলা

ভারত সফরে আসা জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানানো হল। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করার কথা তাঁর।

কখন কোথায দেখা যাবে?

কখন কোথায দেখা যাবে?

ইস্টবেঙ্গল বনামশিলং লাজং
তারিখ- বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি
সময় - বিকাল ৫টা
টিভি - স্টার স্পোর্টস ৩
অনলাইন - হটস্টার ও জিও টিভি

মধ্যস্থতায় অরাজি লিপিকা

মধ্যস্থতায় অরাজি লিপিকা

আপ নেতা সোমনাথ ভারতীয় সঙ্গে কোনওরকম মধ্যস্থতায় যেতে রাজি নন তাঁর স্ত্রী লিপিকা মিত্র। তিনি সোমনাথের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন।

ফের বিচার বিভাগীয় হেফাজতে ইন্দ্রাণী

ফের বিচার বিভাগীয় হেফাজতে ইন্দ্রাণী

শিনা বোরা হত্যা মামলার তিন অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী, সঞ্জীব খান্না ও শ্যাম রাইকে ১৯ তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ।

মুম্বই হাইকোর্টে আপিল সিবিআইয়ের

মুম্বই হাইকোর্টে আপিল সিবিআইয়ের

শিনা বোরা হত্যাকাণ্ডে ইন্দ্রাণী ও বাকী দুই অভিযুক্তকে জেরা করতে চেয়ে মুম্বই হাইকোর্টে আবেদন জানাল সিবিআই।

সাংবাদিক নিগ্রহে প্রতিবাদ

সাংবাদিক নিগ্রহে প্রতিবাদ

বিধাননগরে ভোট কভার করতে যাওয়া সাংবাদিকদের নিগ্রহের ঘটনার প্রতিবাদে এদিন বিকেল ৩ টের সময়ে প্রেস ক্লাব থেকে মৌন মিছিল বের করেন সাংবাদিকরা। সমস্ত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এই মিছিলে অংশগ্রহণ করেন। জেলার সাংবাদিকরাও এই মিছিলে পা মিলিয়েছেন।

ফের মামলায় জড়ালেন লালু

ফের মামলায় জড়ালেন লালু

গরুর মাংস নিয়ে বিতর্কে বিতর্কিত মন্তব্য করায় মামলা দায়ের হল লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে।

English summary
The preview of the I-League 2018-19 match between East Bengal and Shillong Lajong in Kolkata on Thursday (14 February).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X