For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে তৃপ্ত মেনেন্দেজ! ৫ গোল নয়, স্প্যানিশ কোচের সন্তুষ্টির পিছনে রয়েছে আরও বড় কারণ

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) কলকাতায় ইস্টবেঙ্গল এবং শিলং লাজং এর মধ্যে আই-লিগ ২০১৮-১৯'এর ম্যাচের প্রিভিউ।

  • |
Google Oneindia Bengali News

ইস্টবেঙ্গল কোচের এমনিতে খুব একটা আবেগের বহিপ্রকাশ নেই। ভাষা সমস্যা একটা অন্যতম কারণ। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাজং ম্য়াচের পর সেই আলেহান্দ্রো মেনেন্দেজেরই চোখ মুখ দিয়ে ফুটে বের হচ্ছিল তৃপ্তি। জানালেনও সেই কথা। তবে ৫ গোলের ব্যবধানে জয় নয়, তাঁর তৃপ্তির কারণ ৫ গোল দেওয়ার পরও সমান তীক্ষ্ণতায় ৯০ মিনিট খেলে গিয়েছে তাঁর দল।

অবশেষে তৃপ্ত মেনেন্দেজ - তবে ৫ গোলের জন্য নয়

এতদিন দল জিতলেও মেনেন্দেজ কিছুতেই খুশি হতেন না। বারবারই বলেছেন তাঁর দলের আরও ভাল খেলার ক্ষমতা আছে। লাজং ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অবশেষে জানালেন, এদিন তাঁর দলের খেলা তাঁকে সত্যিই আনন্দ দিয়েছে।

তিনি জানান, এদিন আক্রমণভাগ থেকে রক্ষণ - গোটা দলই খুব ভাল খেলেছে। পাসিং হয়েছে প্রায় নিখুঁত, ফলে খুব বেশি বলের দখল বেশির ভাগ সময়েই নিজেদের কাছে রেখেছে দল। পরিসংখ্যান বলছে ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল ছিল লাল-বলুদ ফুটবলারদের পায়ে।

এই জয়ের পর চেন্নাই সিটি-র অনেক কাছে পৌঁছেগেল ইস্টবেঙ্গল। কোচ কিন্তু এখনই খেতাব নয়, বরং পরের ম্যাচ ছাড়া কিছুই ভাবতে নারাজ।

এর সঙ্গে দলের ভারতীয় ফুটবলারদের খেলা নিয়েও এদিন তাঁর উতচ্ছ্বাস ধরা পড়েছে। ব্যক্তি-প্রশংসা সাধারণত তিনি করেন না। কিন্তু নিজেই এদিন জানান, দানমাউইয়া এই ম্যাচে যা খেলেছে, তাতে তিনি তাঁর নাম আলাদা করে নিতে বাধ্য হচ্ছেন। এই মিজো ফুটবলারি প্রতিদিনই উন্নতি করছেন বলে জানান তাঁর কোচ। তবে শুধু তিনি নন, দলের প্রত্যেক ভারতীয় ফুটবলারেরই প্রশংসা করেন রিয়াল মাদ্রিদের যুব দলের প্রাক্তন কোচ।

আবার পাল্টা মেনেন্দেজ সম্পর্কেও শ্রদ্ধা উজার করে দিয়েছেন পাশে বসা দানমাউইয়া। তিনি জানিয়েছেন, এই কোচের অধীনে খেবলার মজা হল, প্রতিদিনই কিছু না কিছু নতুন জিনিস শেখা যায়। তাঁর জন্যই প্রতি ম্য়াচেই তাঁর আত্মবিশ্বাস বাড়ছে।

English summary
East Bengal coach Alejandro Menendez was happy with his side not dropping the intensity even after scoring their fifth goal against Shillong Lajong on Thursday (14 Feb).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X