For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগ ২০১৮, শনিবারই নামছে দুই প্রধান! জেনে নিন তাদের সূচি, কোথায় দেখা যাবে খেলা

শুক্রবার (২৬ অক্টোবর) শুরু হচ্ছে ২০১৮-১৯ মরশুমের আই লিগ। উদ্বোধনের আগে জেনে নিন ইস্চটবেঙ্গল ও মোহনবাগানের খএলার সূচি ও কীভাবে দেখা যাবে আই লিগ। 

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার থেকে শুরু হচ্ছে ২০১৮-১৯ মরশুমের আই লিগ। আই লিগের দ্বাদশ সংস্করণে প্রথম ম্যাচেই কোয়েম্বাটোরের নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সিটি এফসি ও ইন্ডিয়ান অ্যারোজ।

মোট ১১টি দল ভারত সেরা হওয়ার লক্ষ্যে আগামী ৫ মাস ধরে লড়বে। ফাইনাল রাউন্ডের ম্যাচগুলি হবে পরের বছরের মার্চে।

আই লিগের এগারো দল

আই লিগের এগারো দল

মোহনবাগান, ইস্টবেঙ্গল, চেন্নাই সিটি এফসি, ইন্ডিয়ান অ্যারোজ, মিনার্ভা পঞ্জাব, চার্চিল ব্রাদার্স, নেরোকা এফসি, শিলং লাজং, আইজল এফসি, গোকুলাম এফসি, রিয়াল কাশ্মির।

নেই কোনও বিরতি

নেই কোনও বিরতি

শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হবে চেন্নাই সিটি এফসি ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্টাল দল ইন্ডিয়ান অ্যারোজের ম্যাচ। ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল-এ আন্তর্জাতিক ম্যাচের জন্য তিনটি বিরতি ধার্য হলেও আইলিগে কোনও বিরতি থাকছে না। এমনকী ভারতের জাতীয় দল যখন ২০১৯ সালের এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলবে, তখনও চলবে আইলিগ।

কবে নামছে দুই প্রধান?

কবে নামছে দুই প্রধান?

উদ্বোধনের দিন শুধুমাত্র একটি ম্যাচ খেলা হলেও তারপর থেকে প্রায় প্রতিদিনই ২টি করে ম্যাচ খেলা হবে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই অর্থাত শনিবার মাঠে নামবে কলকাতার দুই বড় ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তবে দুটি খেলাই হবে কলকাতার বাইরে। কেরলের মাঠেগোকুলাম এফসির মুখোমুখি হবে মোহনবাগান। আর ইম্ফলে লাল হলুদের সামনে প্রথম ম্যাচেই গতবারের রানার আপ নেরোকা এফসি।

বর্তমান চ্যাম্পিয়ন মিনার্ভা পঞ্জাব নামছে রবিবার। ঘরের মাঠে গোয়ার দল চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হবে তারা। ওই দিনই উত্তরপূর্বের বড় ম্যাচ। মুখোমুখি খেলবে শিলং লাজং ও আইজল এফসি।

কোথায় দেখা যাবে আই লিগের খেলা?

কোথায় দেখা যাবে আই লিগের খেলা?

এই মরশুমেও আইলিগের সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টার স্পোর্টস। তাদের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে আই লিগের খেলা। এছাড়া তাদের অনলাইন প্ল্যাটফর্ম হটস্টারেরও প্রতিটি খেলার লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

মোহনবাগানের সূচি (২০১৮ সালের)

মোহনবাগানের সূচি (২০১৮ সালের)

২৭ অক্টোবর, গোকুলাম এফসি বনাম মোহনবাগান, সন্ধ্যা ৭টায়
০৩ নভেম্বর, মোহনবাগান বনাম আইজল এফসি, বিকাল ৫টায়
১০ নভেম্বর, ইন্ডিয়ান অ্যারোজ বনাম মোহনবাগান, বিকাল ৫টায়
২০ নভেম্বর, রিয়াল কাশ্মির বনাম মোহনবাগান, দুপুর ২টোয়
২৫ নভেম্বর, মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্স, বিকাল ৫টায়
০১ ডিসেম্বর, মোহনবাগান বনাম চেন্নাই সিটি এফসি, বিকাল ৫টায়
১৬ ডিসেম্বর, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, বিকাল ৫টায়
১৯ ডিসেম্বর, মিনার্ভা পঞ্জাব বনাম মোহনবাগান, দুপুর ২টোয়
২৩ ডিসেম্বর, মোহনবাগান বনাম শিলং লাজং, বিকাল ৫টায়

ইস্টবেঙ্গলের সূচি (২০১৮ সালের)

ইস্টবেঙ্গলের সূচি (২০১৮ সালের)

২৭ অক্টোবর, নেরোকা এফসি বনাম ইস্টবেঙ্গল, দুপুর ২টোয়
০১ নভেম্বর, শিলং লাজং বনাম ইস্টবেঙ্গল, দুপুর ২টোয়
১৩ নভেম্বর, ইস্টবেঙ্গল বনাম চেন্নাই সিটি এফসি, বিকাল ৫টায়
২৪ নভেম্বর, আইজল এফসি বনাম ইস্টবেঙ্গল, দুপুর ২টোয়
০৪ ডিসেম্বর, ইস্টবেঙ্গল বনাম মিনার্ভা পঞ্জাব, বিকাল ৫টায়
০৮ ডিসেম্বর, ইস্টবেঙ্গল বনাম গোকুলাম এফসি, বিকাল ৫টায়
১৬ ডিসেম্বর, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, বিকাল ৫টায়
২০ ডিসেম্বর, চার্চিল ব্রাদার্স বনাম ইস্টবেঙ্গল, বিকাল ৫টায়
২৮ ডিসেম্বর, ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মির, বিকাল ৫টায়

English summary
i League 2018-19 will begin on Friday (26 Oct) and here's the fixture schedule for Kolkata giants Mohun Bagan and East Bengal & how to watch the i league.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X