For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোচের দাবি প্রতি ম্যাচেই হচ্ছে অগ্রগতি, অথচ ডার্বির আগেই জাস্টিন খেয়েছিলেন হোঁচট, জানালেন নিজেই

আই লিগ ২০১৮-১৯'এর দ্বিতীয় কলকাতা ডার্বিতে খেলার আগেই সাইকেল চুরি হয়ে যায় ইস্টবেঙ্গল স্ট্রাইকার জবি জাস্টিনের।
 

  • |
Google Oneindia Bengali News

রবিবার (২৭ জানুয়ারি), ডার্বিতে ইস্টবেঙ্গল স্ট্রাইকার জবি জাস্টিন একটি গোল করিয়েছেন হাইমেকে দিয়ে, আরেকটি গোল নিজে করেছেন রালতের ক্নারে মাতা ছুঁইয়ে। স্বাভাবিকভাবেই ম্য়াচের সেরা হয়েছেন তিনিই। ম্যাচের পর লাল-হলুদ কোচ দাবি করেছেন প্রতি ম্যাচেই অগ্রগতি ঘটছে কেরলের এই ফুটবলারটির। অথচ ডার্বির পর জানা গেল ম্যাচের আগেই তিনি খেয়েছিলেন হোঁচট।

ডার্বির আগেই জবি জাস্টিন খেয়েছিলেন হোঁচট

প্রতিদিন সাইকেল চালিয়েই অনুশীলনে আসেন জাস্টিন। কিন্তু শুক্রবার সকালে ফ্ল্যাট থেকে বের হতে গিয়ে দেখেন সাইকেলটি চুরি গিয়েছে। জাস্টিনের সাইকেলটি অবশ্য এলেবেলে সাইকেল নয়, বাজারদর প্রায় ২৫,০০০ টাকার মতো হবে। সাধের সাইকেলটি খুইয়ে তিনি ভারি মুশকিলে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সাইকেলটি খুঁজে পাওয়ারও চেষ্টা করেছএন ডার্বির নায়ক।

তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে লাল-হলুদ সমর্থকরা অনেকেই তাঁকে সাইকেল খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে তাঁরা নতুন সাইকেল কিনে দেবেন এমন কথাও বলেছেন বলে জানিয়েছেন মশাল-বাহিনীর স্ট্রাইকার। ডার্বি-সহ প্রতি ম্যাচেই তিনি যা খেলছেন, তাতে তিনি লাল-হলুদ জনতার নয়নের মনি হয়ে উঠেছেন। কাজেই এমন প্রতিশ্রুতি আসাটাই স্বাভাবিক।

কোচ মেনেন্দেজও জবির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন জবি গোল করছেন বলেই নয়, প্রতি ম্যাচেই তাঁর সার্বিক খেলরই উন্নতি ঘটছে।

English summary
East Bengal striker Jobby Justin's bicycle was stolen before he starred in the second Kolkata Derby of I-League 2018-19.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X