For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই-লিগ ২০১৮-১৯: জিতলেই শীর্ষের আরও কাছে লাল-হলুদ! মিথ ভাঙতে তৈরি মেনেন্দেজের ছেলেরা

চার্চিল ব্রাদার্স বনাম ইস্টবেঙ্গল, আইলিগ ২০১৮-১৯-এর ম্যাচের প্রিভিউ।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর), গোয়ার তিলক ময়দানে চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। গত রবিবার আইলিগ ২০১৮-১৯ মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে জিতে ৭ ম্য়াচে ১২ পয়েন্ট নিয়ে কিছুটা হলেও লিগ টেবিলে এগিয়েছে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে লিগ টেবিলে লাল হলুদ আছে ৫ নম্বরে। ১ ম্য়াচ বেশি খেলে ৬ পয়েন্টে এগিয়ে আছে লিগ শীর্ষে থাকা চেন্নাই সিটি।

অপর পক্ষে প্রথম তিন ম্য়াচ ড্র দিয়ে শুরু করেছিল গোয়ার দল চার্চিল ব্রাদার্স। শিলঙ লাজঙ-এর বিরুদ্ধে প্রথম জয় পেয়েছিল তারা। তারপর থেকে দুর্দান্ত পারফর্ম করলেও, গত সপ্তাহে মনিপুরে নেরোকা এফসির বিরুদ্ধে হেরে থমকেছে তাদের অপরাজেয় দৌড়। এই মুহূর্তে ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। কাজেই এই ম্যাচে লাল-হলুদ জিতলে একলাফে মেনেন্দেজের দল লিগ টেবিলের দ্বিতীয় স্থানে চলে যেতে পারবে।

চার্চিল ব্রাদার্স দলের খবর

চার্চিল ব্রাদার্স দলের খবর

চোটের এই ম্য়াচে নেই হুসেন এলদোর। এর আগে এলদোরকে ছাড়াই আইজলকে ৪ গোল দিয়েছিল গোয়ার 'রেড মেশিন'। নোভাকোভিচের পাশে পায়ার্স নিজেকে মেলে ধরলেও, চার্চিলের চোটের তালিকা আরও বেড়েছে। আগের ম্যাচে ইসরাইল গুরুং ও ওয়েন ভাজকে চোটের জন্যই তুলে নিতে হয়েছে। খালিদ আউচোরও সামান্য চোট রয়েছে।

তবে আক্রমণে প্রতিদিনই আগুন ঝড়াচ্ছেন প্রাক্তন লাল-হলুদ স্ট্রাইকার উইলিস প্লাজা। সঙ্গে রয়েছেন অ্যান্থনি উলফ ও দাউদা সিসে। পূর্ণ শক্তির চার্চিল আই লিগে এতদিন বেশ ভাল খেলেছে। এইবার পরীক্ষার মুখে তাদের রিজার্ভ খেলোয়াড়রা।

ইস্টবেঙ্গল দলের খবর

ইস্টবেঙ্গল দলের খবর

একটি মিথ রয়েছে বড় ম্য়াচে জয়ী দল তার পরের ম্য়াচে জিততে পারে না। কিন্তু, আই লিগে সেই সময় হাতে নেই। কলকাতা ডার্বিতে যে ছন্দ দল পেয়েছে, তা ধরে রেখে লিগ শীর্ষে থাকা দলের সঙ্গে ব্যবধান যতটা সম্ভব কমানোর এই সুযোগ হাতছাড়া করার চিন্তা মেনেন্দেজের মাথাতেই নেই। এনরিকে এস্কেদা ছাড়া আর কোনও নতুন চোট আঘাতের সমস্যাও নেই লাল-হলুদ শিবিরে।

কলকাতা ডার্বিতে আক্রমণভাগে বল জোগানের চিন্তাও কমিয়েছেন নবাগত হাইমে কোলাদো। আর সামনে এই মুহূর্তে দুরন্ত ফর্মে আছেন জবি জাস্টিন। ৭ ম্যাচে ৫ গোল করে, তিনিই এখন আইলিগের ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। কলকাতা ডার্বিতে জোড়া গোল করেছেন দানমাওয়িয়া-ও।

তবে বড় ম্যাচেও দ্বিতীয়ার্ধে মাঝে মধ্যেই ভুল করেছে রক্ষণ। লাল-হলুদ রক্ষণ এমনিতে আই লিগে বাল খেললেও মাঝে মধ্যেই চাপের মুখে ভেঙে পড়ার প্রবণতা দেখিয়েছে।

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

গত বছরই আইলিগে প্রথম সাক্ষাতে ঘরের মাঠে উইলিস প্লাজার গোলেই জিতেছিল ইস্টবেঙ্গল। তিলক ময়দানের পরের ম্য়াচটি অবশ্য অমিমাংসিত ছিল।

১৬/১২/২০১৭: ইস্টবেঙ্গল ৩-২ চার্চিল ব্রাদার্স
০৮/০১/২০১৮: চার্চিল ব্রাদার্স ১-১ ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল - জয়, জয়, হার, হার, হার,
চার্চিল ব্রাদার্স - হার, জয়, ড্র, জয়, জয়,

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

চার্চিল ব্রাদার্স (৪-৪-১-১): কিথান (গোলরক্ষক), জোভেল মার্টিন্স, শালুম পিরেস, নেনাদ নোভাকোভিচ, মোহনরাজ, অ্যান্থনি উলফ, রিচার্ড কোস্টা, খালিদ আউচো, হ্য়াংশিং, দাউদা সিসে, প্লাজা

তারকা- অ্যান্থনি উলফ, প্লাজা

ইস্টবেঙ্গল (৫-৩-১-১): রক্ষিত দাগার (গোলরক্ষক), লালরাম চুলোভা, জনি অ্যাকোস্টা, বোরহা গোমেজ পেরেজ, মনোজ মহাম্মদ, লালদানমাওয়িয়া রালতে, কাশিম আইদারা, লালরিনডিকা রালতে, ব্র্যান্ডন ভানলালারেমডিকা, হাইমে কোলাদো, জবি জাস্টিন

তারকা - বোরহা গোমেজ পেরেজ, জবি জাস্টিন, লালদানমাওয়িয়া রালতে

কখন কোথায় দেখবেন?

কখন কোথায় দেখবেন?

ইস্টবেঙ্গল বনাম মিনার্ভা পঞ্জাব
তারিখ- বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর
সময় - বিকাল ৫টা
সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস ৩
লাইভ স্ট্রিমিং - হটস্টার ও জিও টিভি

English summary
Preview of the I-League 2018-19 match between Churchill Brothers and East Bengal. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X