For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ নামছে ইস্টবেঙ্গল, ইম্ফলের মাঠে জোর টক্কর দুই স্প্যানিশ কোচের

নেরোকা এফসি বনাম ইস্টবেঙ্গল আইলিগ ২০১৮-১৯-এর ম্যাচের প্রিভিউ।

  • |
Google Oneindia Bengali News

গত বছর আইলিগে অভিষেক ঘটিয়ে প্রথমবারেই লিগ রানার আপ হয়েছিল মনিপুরের দল নেরোকা এফসি। শনিবার (২৭ অক্টোবর) তাদের ঘরের মাঠ ইম্ফলের খুনাম লুম্পক স্টেডিয়ামে তাঁদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইলিগ অভিযান শুরু করছে কলকাতার বড় দল ইস্টবেঙ্গল। খাতায় কলমে কিন্তু এদিনের ম্যাচে কোনও দলই এগিয়ে বা পিছিয়ে নেই।

ইম্ফলের মাঠে জোর টক্কর দুই স্প্যানিশ কোচের

দুই দলই খেলছে স্প্যানিশ কোচের অধীনে। নেরোকা কিন্তু তাদের গতবারের দলের নিউক্লিয়াস কে ধরে রেখেছে। সেই সঙ্গে মানুয়েল ফ্রাইলে সহ বেশ কয়েকজন ভালোমানের নতুন বিদেশীকে দলে নিয়েছে তারা। কলকাতার দুই প্রধানে খেলে যাওয়া কাতসুমি উসাও এই বছর নেরোকার দলে রয়েছেন। রক্ষণে আছেন ময়দানের আরেক পরিচিত ফুটবলার এডু।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Katsumi Yusa is transfered and registered for Neroca FC and looking forward to do my best for them in the I-League. <br>A big thank you to the <a href="https://twitter.com/FPAI?ref_src=twsrc%5Etfw">@FPAI</a> for their professional and informative approach in getting my transfer sorted out. <a href="https://t.co/cOHKKNfjQr">pic.twitter.com/cOHKKNfjQr</a></p>— Neroca FC (@NerocaFC) <a href="https://twitter.com/NerocaFC/status/1055739992662695936?ref_src=twsrc%5Etfw">October 26, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

গতবারের মতোই নেরোকার আক্রমণভাগে এবারও রয়েছেন ফেলিক্স চিডি ওউইঙ্গার সুভাষ সিং। গত মরসুমে তাঁরা দুজনে মিলে ১১ গোল করেছিলেন। মিডফিল্ডে অস্ট্রেলিয়ান আরিয়ান উইলিয়ামসকেও ধরে রেখেছে নেরোকা। তিন কাঠির নিচে আছেন তাদের অধিনায়ক অভিজ্ঞ ললিত থাপা। তবে ইতালিয়ান গোলরক্ষক মৌরো বোয়েরচিও-ও দলে থাকায় থাপার প্রথম দলে থাকা অনিশ্চিত।

প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হলেও তা নিয়ে কোনও রকম দুশ্চিন্তা নেই নেরোকা কোচের। এমনকী মালয়েশিয়ায় ইস্টবেঙ্গলের প্রাক মরসুম ম্যাচের ফলেও তিনি চিন্তিত নন। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ফার্লি বলেছেন, 'আমাদের ক্লাব ছোট হতে পারে কিন্তু আমাদের হৃদয় অনেক বড়। প্রত্যেক দলের নিজস্ব অনুশীলন পদ্ধতি থাকে। আমি এখানে এসেছি সব ম্যাচ জিততে। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে নেরোকাই বিশ্বের সেরা দল।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Pre-Press conference ahead of tomorrow,s clash against Quess East Bengal FC !! <a href="https://twitter.com/hashtag/NFCvQEBFC?src=hash&ref_src=twsrc%5Etfw">#NFCvQEBFC</a> <a href="https://t.co/RVZ5R9SNCP">pic.twitter.com/RVZ5R9SNCP</a></p>— Neroca FC (@NerocaFC) <a href="https://twitter.com/NerocaFC/status/1055750527340863488?ref_src=twsrc%5Etfw">October 26, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

অপর দিকে ইস্টবেঙ্গল মনে করছে আইটি সংস্থা কোয়েসের স্পন্সসরশিপ দলের ভাগ্য বদলে দিতে পারে। এইবার আসতে পারে তাদের অধরা আইলিগ ট্রফি। ভারতীয় ফুটবলে যেসব কীর্তি রয়েছে লাল হলুদের তাতে এখনও আইলিগ না জেতাটাই বিস্ময়কর।

এবার লাল হলুদের কোচিং-এর দায়িত্বেও রয়েছেন স্পেনিয়ার্ড আলেজান্দ্রো মেন্দেজ গার্সিয়া। তাঁর অধীনে মালয়েশিয়ায় প্রাক মরসুম ম্যাচগুলিতে দুর্দান্ত খেলেছে ইস্টবেঙ্গল। ৩টি ম্যাচে জয় পেয়েছে, একটিতে ড্র করেছে। থাইল্যান্ড ও চিনে কিন্তু কোচ গার্সিয়ার অভাবনীয় সাফল্য রয়েছে। কাজেই তচাঁকে নিয়ে আশায় বুক বাঁধছেন অগণিত লাল হলুদ সমর্থক।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">📸 Training at Imphal. <br>Full focus 🔛 <a href="https://twitter.com/ILeagueOfficial?ref_src=twsrc%5Etfw">@ILeagueOfficial</a>. <a href="https://twitter.com/hashtag/QEBFC?src=hash&ref_src=twsrc%5Etfw">#QEBFC</a> <a href="https://twitter.com/hashtag/HeroILeague?src=hash&ref_src=twsrc%5Etfw">#HeroILeague</a> <a href="https://t.co/FRgCGLxbQy">pic.twitter.com/FRgCGLxbQy</a></p>— Quess East Bengal FC (@eastbengalfc) <a href="https://twitter.com/eastbengalfc/status/1055748410312138752?ref_src=twsrc%5Etfw">October 26, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে গার্সিয়া জানিয়েছেন, 'আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি আমরা জিততে পারি। প্রথম ম্যাচ হিসেবে এই ম্য়াচটা বেশ কঠিন, কিন্তু আমরা ৩ পয়েন্টের আশাই করছি।'

খেলা শুরু হবে দুপুর ২টো থেকে। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ৩ চ্যানেলে। লাইভ স্ট্রিমিং হবে হটস্টার ও জিও টিভিতে।

English summary
Preview of the i League 2018-19 match between Neroca FC and East Bengal.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X