For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই-লিগ ২০১৮-১৯: দুর্দান্ত গোল কোলাদোর! গোয়ার মাঠে জিতে দ্বিতীয় স্থানে উঠে এল লাল-হলুদ

চার্চিল ব্রাদার্স বনাম ইস্টবেঙ্গল, আইলিগ ২০১৮-১৯ ম্যাচের প্রতিবেদন।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর), গোয়ার তিলক ময়দানে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচের একেবারে শুরুতেই উইলিস প্লাজার গোলে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। এরপর প্রথমার্ধেই একটি দুর্দান্ত গোলে ম্য়াচের সমতা ফিরিয়েছিলেন হাইমে কোলাদো। দ্বিতীয়ার্ধে রালতের গোলে ৩ পয়েন্ট নিশ্চিত হয় লাল-হলুদের। ফলে ৮ ম্য়াচে ১৫ পয়েন্ট নিয়ে ফের লিগের দৌড়ে ফিরে এল মেনেন্দেজের দল।

লিগের একনম্বরে এখনও রয়েছে চেন্নাই সিটি এফসি। তাদের পয়েন্ট ৮ ম্যাচে ১৮। অর্থাত প্রথম দলের থেকে মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে থাক মশাল বাহিনী। পর পর তিন ম্য়াচে হারের পর বড় ম্য়াচ নিয়ে পর পর তিন জয় পেল মেনেমন্দেজের ছেলেরা। সেই সঙ্গে এদিন দলের নতুন বিদেশী হাইমে কোলাদো যা খেললেন, তাতে কিন্তু আশায় বুক বাঁধতেই পারেন লাল-হলুদ জনতা।

অসমে বন্যা পরিস্থিতির ক্রমাবনতি

অসমে বন্যা পরিস্থিতির ক্রমাবনতি

অসমে বন্যা পরিস্থিতির ক্রমাবনতি। ফুঁসছে ব্রহ্মপুত্র নদী। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৮ জন। মোট ৬ লক্ষ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পুরনো দলকে প্লাজার ধাক্কা

পুরনো দলকে প্লাজার ধাক্কা

ম্য়াচের ৩ মিনিটের মাথাতেই পুরনো দল ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দিয়েছিলেন উইলিস প্লাজা। সিসের লো ক্রস আটকাতে ব্যর্থ হন বোরহা গোমেজ, সেই সুযোগে রক্ষিত দাগারের পাশ দিয়ে বল গোলে ঠেলেন প্লাজা।

মৃত আইএসের সেকেন্ড ইন কম্যান্ড

মৃত আইএসের সেকেন্ড ইন কম্যান্ড

মার্কিন হামলায় আইএসের সেকেন্ড ইন কম্যান্ড ফাদিল আহমেদ আল হায়ালি মারা গিয়েছে বলে জানাল হোয়াইট হাউস। গত ১৮ তারিখ উত্তর ইরাকে গাড়িতে যাওয়ার পথে আকাশপথে হামলা চালিয়ে তাকে মেরে ফেলা হয়েছে বলে খবর।

হাইমের দুর্দান্ত গোল

হাইমের দুর্দান্ত গোল

প্রথমার্থে গোল শোধ দেওয়ার বেশ কিছু সুযোগ তৈরি করেছিল লাল-বলুদ। কিন্তু অবশেষে ৩৫ মিনিটের মাথায় হাইমে কোলাদোর দুপ্রান্ত গোলে ম্য়াচের সমতা ফেরে। লালরিনডিকার একটি বাঁক খাওয়া কর্নার থেকে, প্রথম সুযোগেই বক্সের মধ্য থেকে ভলি নিয়েছিলেন এই স্প্যানিশ। চার্চিল গোলরক্ষক ভাস্করন হাত বাড়িয়েও বলের নাগাল পাননি। বড় ম্য়াচে অভিষেক হওয়ার পর দ্বিতীয় ম্য়াচেই কিন্তু গোল পেয়ে গেলেন তিনি। বিরতিতে ফলাফল ছিল ১-১।

হতাশ পাকিস্তান

হতাশ পাকিস্তান

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠকে বাধা দিয়ে দু'দেশের বৈঠকের আগে আগে থেকেই ভারতের শর্ত আরোপ করাটা হতাশাজনক বলে ব্যাখ্যা করল পাকিস্তান।

সুযোগ নষ্ট

সুযোগ নষ্ট

দ্বিতীয়ার্ধেও প্রাধান্য ছিল ইস্টবেঙ্গলেরই। তবে দুই দলই বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ হারায়। প্রথমে ৫১ তম মিনিটে লালদানমাওয়িয়ার জন্য একটি লম্বা বল বাড়িয়েছিলেন গোমেজ। চার্চিল রক্ষণ সেই বল ক্লিয়ার করতে গেলে বল হঠাত করেই বল পেয়ে গিয়েছিলেন জবি জাস্টিন। কিন্তু বলটি তিনি বার পোস্টের উপর দিয়ে উড়িয়ে দেন।

এর ৫ মিনিট পরই, লাল-হুদ বক্সের ঠিক বাইরেই সিসের জন্য গোলের বল সাজিয়ে দিয়েছিলেন প্লাজা। কিন্তু সিসের জোরালো শট তিন কাঠির মধ্যে থাকেনি।

এর এক মিনিট পর আবার লালদানমাওয়িয়ার শট লাগে চার্চি গোলের সাইড নেটে।

মহিলা সুরক্ষায় রেলের নয়া অ্যাপ

মহিলা সুরক্ষায় রেলের নয়া অ্যাপ

যাত্রী সুবিধার্থে ও মহিলাদের সুরক্ষার্থে নয়া অ্যাপ আনল ভারতীয় রেল। শুক্রবার পূর্ব রেলে এই সুবিধা উদ্বোধন করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। অ্যাপটির নাম দেওয়া হয়েছে 'আর-মিত্র'।

ফ্রিকিক থেকে জয়ের গোল

ফ্রিকিক থেকে জয়ের গোল

শেষ পর্যন্ত ৭৯তম মিনিটে লালরিনডিকা রালতের অসাধারণ ফ্রিকিকে লাল-হলুদের জয়ের গোল আসে।

আগামী ৩০ অগাস্ট পরবর্তী 'মন কি বাত'

আগামী ৩০ অগাস্ট পরবর্তী 'মন কি বাত'

আগামী ৩০ অগাস্ট রবিবার পরবর্তী 'মন কি বাত' অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজেই টুইট করে জানালেন সেকথা।

শেষ মিনিটে ১০ জন

শেষ মিনিটে ১০ জন

৬৯ মিনিটে লালদানমাওয়িয়াকে তুলে বালি গগনদীপকে মাঠে নামিয়েছিলেন মেনেন্দেজ। প্রথমে ৮৭ তম মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন তিনি। এর ঠিক তিন মিনিটের মাথাতেই ফের একটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। অবশ্য ততক্ষণে তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলেছিল ইস্টবেঙ্গল।

ফের বিতর্কে রাধে মা

ফের বিতর্কে রাধে মা

প্রথমে জানিয়েছিলেন তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে রাধে মা-র তরফে। এবার আরও বড় অভিযোগ আনলেন বিগ বস খ্যাত অভিনেত্রী ডলি বিন্দ্রা। জানিয়েছেন, রাধে মা তাঁকে একজন অচেনা পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করার জন্য জোর করেছিলেন।

সরতাজ উবাচ

সরতাজ উবাচ

কাশ্মীর ইস্যু ছাড়া অন্য কোনকিছু ভারত-পাক আলোচনার প্রধান বিষয় হতে পারে না। এমনটাই মত পাকিস্তানের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজের। প্রসঙ্গত, আগামী সোমবার ভারতের দ্বিপাক্ষিক বৈঠকে আসার কথা রয়েছে আজিজের।

রপ্তানি শুল্ক বাড়ল পেঁয়াজের

রপ্তানি শুল্ক বাড়ল পেঁয়াজের

পেঁয়াজের দামে লাগাম পরাতে রপ্তানি শুল্ক ক্যুইন্টাল প্রতি ৪২৫ ডলার থেকে বাড়িয়ে ৭০০ ডলার করা হল।

লিড পেল ভারত

লিড পেল ভারত

শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হল ৩০৬ রানে। শতরান করলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথেউজ। ফলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ লিড পেল ভারত।

সুষমার বার্তা

সুষমার বার্তা

সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই কাশ্মীর নিয়ে আলোচনা হবে। পাকিস্তানকে বার্তা দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

এরপর ২৮ ডিসেম্বর ইস্টবেঙ্গল যাবে ভূস্বর্গে। সেখানে তাদের জন্য অপেক্ষা করে রিয়াল কাশ্মীরের চ্যালেঞ্জ।

English summary
Report of the I-League 2018-19 match between Churchill Brothers and East Bengal. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X