For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিসেকার দুরন্ত গোলে ডার্বি-হারের হতাশা ঝাড়ল সবুজ-মেরুন! দুর্ভাগ্য ও রেফারির জন্য বাড়ল না গোল

মোহনবাগান বনাম মিনার্ভা পাঞ্জাব, আইলিগ ২০১৮-১৯-এর ম্যাচের প্রতিবেদন।
 

  • |
Google Oneindia Bengali News

বুধবার (১৯ ডিসেম্বর) চন্ডিগরের তাউ দেবি লাল স্টেডিয়ামে আইলিগ ২০১৮-১৯'র ম্য়াচে লিগ চ্যাম্পিয়ন মিনার্বা পাঞ্জাবকে ১-০ গোলে হারিয়ে, কলকাতা ডার্বিতে হারের হতাশা ঝেড়ে ফেলল মোহনবাগান। ম্য়াচের ৮০ মিনিটের মাথায় দুরুহ কোন থেকে করা হেনরি কিসেকার দুর্দান্ত গোলই সবুজ-মেরুন শিবিরে দরকারি ৩ পয়েন্ট এনে দেয়।

কিসেকার দুরন্ত গোল! ডার্বি-হারের হতাশা ঝেড়ে ফেলল সবুজ-মেরুন

বড়ম্যাচে লাল কার্ড দেখায় এদিন বাগান রক্ষণে ছিলেন না কিংসলে। তাঁর বদলে গুরজিন্দর কুমারকে নামান শঙ্করলাল। এছাড়া বাকি দল অপরিবর্তিত রাখলেও এদিন তাঁর একটি ট্য়াকটিকাল পরিবর্তনেই গোটা ম্য়াচেই প্রাধান্য বজায় রেখেছিল মেরিনার্সরা। কিসেকাকে আক্রমণ থেকে সরিয়ে এদিন তিনি খেলান বাঁপ্রান্ত থেকে। আর ওমরকে নিয়ে আসেন আক্রমণত্বক মিডফিল্ডারের জায়গায়।

মাঝমাঠে নিজের পছন্দের জায়গা পেতেই আরও একবার ফুল ফোটালেন ওমর। তবে এদিন বেশ কয়েকবার দুর্ভাগ্যের শিকার হয়েছে কলকাতার বড় ক্লাব। অন্তত তিনটি বল পোস্টে লেগে প্রতিহত হয়েছে। নইলে তাদের গোল সংখ্যা আরও বাড়তে পারত।

আর এই দুর্ভাগ্যের শুরু হয়েছিল একেবারে ম্য়াচের প্রথম মিনিট থেকেই। দিপান্ডা ডিকা টপকে গিয়েছিলেন মিনার্বার রক্ষণের খেলোয়াড় সাইসেদোকে। সেখান থেকে গোলে নেওয়া শট পোস্টে লেগে জমা পড়ে মিনার্ভা গোলরক্ষক অর্শদীপের হাতে। ১৭তম মিনিটে আবার ডিকা বল গোলে ঢোকালেও অফসাইডের জন্য বাতিল হয় সেই গোল।

ম্য়াচের ৪০ মিনিটে ওমর একটি চমৎকার ফ্রিকিক নিয়েছিলেন। তা থেকেই মোহনবাগান প্রথম গোলটি পেয়ে যেতে পারত। কিন্তু তা গোলপোস্টের ভিতরের দিকে লেগেই বিস্ময়করভাবে গোলাইন থেকে বাউন্স করে ফিরে আসে মাঠে।

দ্বিতীয়ার্ধে খেলার উন্নতি ঘটে লিগ চ্যাম্পিয়নদের। কিন্তু আক্রমণভাগে সৃষ্টিশীল ফুটবলের অভাবে এই অর্ধে বেশিরভাগ খেলাই হয়েছে মাঝমাঠে। ৫১ মিনিটে কিসেকার শট ব্লক করতে গিয়ে নিজেদের বক্সের মধ্যেই বল হাতে লাগান মিনার্ভার ফুটবলার আকাশদীপ। রেফারি কিন্তু পেনাল্টি দেননি।

এর ২০ মিনিট পর ফের একবার পোস্টের জন্য বেঁচে যায় মিনার্ভা পাঞ্জাব। এবার কিসেকার শট প্রতিহত হয়। তবে যে কোনও মুহূর্তে মোহনবাগান গোল পাবে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।

শেষ অবধি একটি স্মরণীয় গোল করলেন বাগানের উগান্ডান স্ট্রাইকার। তাঁর জন্য পাস এসেছিল ওমরের কাছ থেকে। তুরেকে ড্রিবলে ছিটকে দিয়ে একটি দুরুহ কোন থেকে বল গোলে রাখেন তিনি।

এই জয়ের ফলে মোহনবাগান ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে উঠে এল লিগ তালিকার ৬ নম্বরে। এরপর আগামী ২৩ ডিসেম্বর ঘরের মাটে শিলঙ লাজঙ-এর বিরুদ্ধে খেলবে তারা।

English summary
Preview of I-League 2018-19 match between Mohun Bagan and Minerva Punjab.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X