For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০৯ ম্য়াচে ৩০৩ গোল! দেখে নিন এবারের আইলিগের সেরা একাদশে কারা কারা জায়গা পেলেন

দেখে নেওয়া যাক আই-লিগ ২০১৮-১৯ মরসুমের সেরা একাদশ।

Google Oneindia Bengali News

শেষ হয়েও শেষ হল না আইলিগ। ইস্টবেঙ্গলের থেকে ১ পয়েন্টে এগিয়ে চেন্নাই সিটি এফসি চ্য়াম্পিয়ন হয়ে গেলেও এখনও বাকি থেকে গিয়েছে রিয়াল কাশ্মীর বনাম মিনার্ভা পঞ্জাব ম্য়াচ। তবে এই ম্যাচটি ছাড়া একটি জমজমাট ফুটবল মরসুমের সমাপ্তি হয়েছে। পরিসংখ্য়ান বলছে ১০৯টি আইলিগের ম্যাচে গোল হয়েছে ৩০৩টি।

এবারে ২১টি করে গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন চেন্নাইয়ের পেদ্রো মানজি ও চার্চিল ব্রাদার্সের উইলিস প্লাজা। সবচেয়ে বেশি গোল করেছে চেন্নাই সিটি এফসিই, ৪৮টি। আর সবচেয়ে কম গোল খেয়েছে রিয়াল কাশ্মীর এফসি, ১৪টি। এক নজরে দেখে নেওয়া যাক এই মরসুমের সেরা একাদশে কারা কারা সুযোগ পেলেন।

গোলরক্ষক

গোলরক্ষক

রিয়াল কাশ্মীরের সবচেয়ে কম গোল খাওয়ার পিছনে অনেকটাই ভূমিকা রয়েছে তাদের শেষ প্রহরী বিলাল খানের।

রক্ষণ

রক্ষণ

চেন্নাই-এর দুই সাইডব্য়াক প্রায় প্রতি ম্য়াচেই ওভারল্যাপে গিয়ে সাহায্য করেছেন আক্রমণে, আবার সময় মতো নিচে নেমে এসে বাধা হয়ে দাঁড়িয়েছেন বিপক্ষের উইঙ্গারদের। গৌরব বোরা প্রয়োজনে মাঝমাঠেও খেলতে পারেন। রিয়াল কাশ্মীরের রক্ষণের নেতৃত্ব দিয়েছেন মেসন রবার্টসন। আর জনি অ্যাকোস্টা ও বোরহা গোমেজ পেরেজ থাকতেও লাল-হলুদ রক্ষণের বড় ভরসা হয়ে উঠেছেন চুলোভা।

এডউইন বংশপাল (চেন্নাই সিটি এফসি)

লালরামচুলোভা (ইস্টবেঙ্গল)

মেসন রবার্টসন (রিয়াল কাশ্মীর)

গৌরব বোরা (চেন্নাই সিটি এফসি)

উইং ও মাঝমাঠ

উইং ও মাঝমাঠ

এই বার ভারতীয়দের মধ্যে একমাত্র হ্য়াটট্রিক করেছেন দানমাউইয়া। উইংয়ে তাঁর ছটফটে উপস্থিতি ইস্টবেঙ্গলের আক্রমণকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। আর চেন্নাইয়ের এই বছরের সাফল্যের পিছনে সবচেয়ে বড় পা ছিল নেস্টরেই। স্য়ান্ড্রো রড্রিগেজ ও লালরিনডিকা রালতে দুজনেই নিজ নিজ দলের হয়ে মাঝমাঠের জেনারেলের ভূমিকা পালন করেছেন। দুজনেই আক্রমণেও অংশ নেন। স্যান্ড্রো বেশ কয়েকটি গোল করেছেন। সেই সঙ্গে থাকবে লাল-হলুদ অধিনায়কের মাপা সব সেটপিস ও ক্রস।

লালদানমাউইয়া রালতে (ইস্টবেঙ্গল)

স্যান্ড্রো রড্রিগেজ (চেন্নাই সিটি এফসি)

লালরিনডিকা রালতে (ইস্টবেঙ্গল)

নেস্টর গোর্দিলো (চেন্নাই সিটি এফসি)

স্ট্রাইকার

স্ট্রাইকার

সর্বোচ্চ গোলদাতা দুই স্ট্রাইকার ছাড়া আর কারোর কথা ভাবাই যায় না।

পেদ্রো মানজি (চেন্নাই সিটি এফসি)

উইলিস প্লাজা (চার্চিল ব্রাদার্স)

৫ বিদেশী, ৬ ভারতীয়ের ছকে দল বাছা হয়েছে।

*ছবি সৌ. - হিরো আইলিগ

English summary
Let's see best eleven of I-League 2018-19 season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X