For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগ ২০১৮: এবারের লিগ কি ভারতীয় ফুটবলের নব যুগের সূচনার ইঙ্গিত?

আই-লিগ ২০১৮ ভারতীয় ফুটবলে নতুন যুগের সূচনা হতে পারে।

  • |
Google Oneindia Bengali News

আইলিগের দ্বাদশ সংস্করণের সুচনার পর এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। বেশিরভাগ দলেরই ২টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। অন্যান্যবারের মতো এবারও মোট ১১টি দল লড়ছে সুদৃশ্য ট্রফিটি ঘরে তোলার জন্য। এই পর্যন্ত গত আই লিগ গুলির সঙ্গে এবারের বিশেষ তফাত নেই।

কিন্তু পার্থক্যটা গড়ে দিয়েছে ম্য়াচের পর ম্যাচ আই লিগে দর্শক সংখ্যার বিস্ফোরণ। কলকাতার মাঠে বরাবরই দর্শক সমাগম হতো। কিন্তু এইবার গোটা দেশজুড়েই আই লিগকে ঘিরে অভূতপূর্ব উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজ্যগুলির মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী যিনি বাকিমহাম প্যালেস থেকে আমন্ত্রণ পেয়েছেন। প্রিন্স অ্যান্ড্রু একটি সান্ধ্যা চায়ের অনুষ্ঠানে রেখেছেন যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ ও আলোচনার জন্য ১ ঘন্টা সময় রেখেছেন। এই সাক্ষাৎ হবে ২৭ জুলাই বিকেল ৪ টেয়। ৩০ জুলাই মমতা দেশে ফিরবেন।

আইএসএল চালু শাপে বর

আইএসএল চালু শাপে বর

আইএসএল চালু হওয়ার সময় দেশের অনেক ফুটবলপ্রেমী, প্রাক্তন ফুটবলার ও ক্লাব কর্তারা আশঙ্কা করেছিলেন, আইএসএল-এর জৌলুসে ঢাকা পড়ে যাবে আইলিগ। সত্যি বলতে প্রচার, অর্থ, ফুটবলের মান সব দিক থেকেই আইএসএল এগিয়ে ছিল। কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু আইএসএল চালু হওয়াতে আখেরে লাভ হয়েছে আই লিগেরই। আইএসএল-এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে উঠেছে আই লিগ, বিবর্তিত হয়েছে। বেড়েছে ফুটবলের মান। আসলে দুই লিগের মধ্যেই কোনটি ভারতের সেরা লিগ - এই নিয়ে একটা চাপা প্রতিয়োগিতা রয়েছে। যার ফলে সার্বিকভাবে ভারতীয় ফুটবলের মানদণ্ড ক্রমেই বেড়ে চলেছে। ভারতীয় ফুটবলে েই মুহূর্তেরই অপেক্ষা ছিল।

শাড়িতে মোদী

শাড়িতে মোদী

নরেন্দ্র মোদীর ছবি আঁকা শাড়ি সুরাত থেকে চলল বিহার। বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে সুরাতের ব্যবসায়ীর কাছ থেকে এই শাড়িগুলি কেনা হয়েছে।

আই লিগের প্রতি ম্যাচেই ঠাসা গ্যালারি

আই লিগের প্রতি ম্যাচেই ঠাসা গ্যালারি

এতদিন পর্যন্ত আই লিগ ছিল দেশের ফুটবল সংস্কৃতি নির্ভর। বাংলা, গোয়া বা উত্তর পূর্বের পাহাড়ের দলগুলিকে সমর্থন জোগাতে দর্শকরা আসতেন মাঠে কিন্তু এইবার লিগের প্রতিটি ম্যাচেই ভারতের সর্বত্র গ্য়ালারিতে ঠাসা ভিড় হচ্ছে। কোয়েম্বাটোরে আই লিগ ২০১৮-১৯ মরসুমের উদ্বোধনী ম্যাচে, ইন্ডিয়ান অ্যারোজ বনাম চেন্নাই এফসি ম্য়াচে দর্শক সংখ্য়া ছিল ৬,২৬২। দ্বিতীয় ম্যাচে মনিপুরে নেরোকা বনাম ইস্টবেঙ্গল ম্য়াচ দেখতে এসেছিলেন ২৬, ৪১২ জন দর্শক। কেরলে গোকুলাম-মোহনবাগান ম্য়াচে লোক হয়েছিল ২৮, ৪৩৭ জন। গত রবিবার (২৮ অক্টোবর) মেঘালয়ে উত্তরপূর্বের ডার্বির দেখতে এসেছিলেন ১৪,৬৯৭ জন। তুলনায় কিছুটা কম হলেও শনিবার (৩ নভেম্বর) যুবভারতীতে লোক হয়েছিল ১৬,০০০-এর কিছু বেশি।

স্কুলের মধ্যে মৃতদেহ

স্কুলের মধ্যে মৃতদেহ

দিল্লির স্কুল চত্বরের মধ্যেই মিলল দুই নিরাপত্তারক্ষীর মৃতদেহ।

বেড়েছে প্রতিযোগিতা

বেড়েছে প্রতিযোগিতা

আগে আইলিগে মোহনবাগান, ইস্টবেঙ্গল বা চার্চিল ব্রাদার্স-দের মতো ভারতের ঐতিহ্যবাহী ক্লাবগুলিই ছড়ি ঘোরাতো। এখন কিন্তু মিনার্ভা পঞ্জাব, রিয়াল কাশ্মির আইজল নেরোকার মতো নতুন ক্লাবগুলির তাদের সঙ্গে বিশে, তফাত নেই। এবারের আই লিগে দেখা গিয়েছে ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন মিনার্ভা পঞ্জাবকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছে আইলিগের দ্বিতীয় ডিভিশন থেকে এবারই উঠে আসা ক্লাব রিয়াল কাশ্মীর। এর থেকেই বোঝা যাচ্ছে কতটা প্রতিযোগিতামূলক হচ্ছে আই লিগ।

দিল্লি মহিলা কমিশন

দিল্লি মহিলা কমিশন

দিল্লি মহিলা কমিশনের প্রধান হতে চলেছেন স্বাতী মালিওয়াল। তিনি আপ নেতা নবীন জয়হিন্দ-এর স্ত্রী।

চিত্তাকর্ষক ফুটবল

চিত্তাকর্ষক ফুটবল

একদিকে যেমন চলছে কড়া প্রতিযোগিতা তার সঙ্গেই দেখা যাচ্ছে অসাধারণ ফুটবল। মাত্র কয়েকটি খেলা হয়েছে লিগের, তারমধ্যেই দুর্দান্ত কিছু গোল দেখা গিয়েছে। সেই সঙ্গে হচ্ছে আইলিগের ম্যাচে চোখে পড়ছে এমন কিছু মুভ যা আগে ভারতীয় দর্শকরা রাত জেগে বিদেশী লিগগুলিতে দেখতেন। লাজং-এর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের তরুণ ফিুটবলার বিদ্য়াসুন্দর সিং-এর সোলো রানে করা গোল, কিংবা মোহনবাগানের বিরুদ্ধে আইজলের দুই ফুটবলারের দুটি দূরপাল্লার শটে করা গোল দর্শকদের মন ভরিয়ে দিয়েছে।

ষাঁড় বলি

ষাঁড় বলি

ঈদ উপলক্ষে বয়স্ক ষাঁড় বলি দেওয়ার অনুমতি চেয়ে বম্বে হাইকোর্টের কাছে আর্জি জানালেন মুম্বইয়ের দুই নাগরিক। মহারাষ্ট্রের গো মাংস নিষিদ্ধ করার নয়া সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে অন্ততপক্ষে ঈদের জন্য অন্তর্বর্তীকালীন অনুমোদনের আবেদন জানানো হয়েছে।

সমানে সমানে পাল্লা দিচ্ছেন ভারতীয়রাও

সমানে সমানে পাল্লা দিচ্ছেন ভারতীয়রাও

আইলিগে এইবার খেলছেন এবছরই ফিফা বিশ্বকাপ খেলা জনি অ্যাকোস্টা। আছেন মেক্সিকোর হয়ে যুব বিশ্বকাপ জেতা এস্কেদা। স্প্যানিশ দ্বিতীয় ডিভিশনে খেলা দিপান্ডা ডিকার মতো ফুটবলার। এই সব ভাল মানের বিদেশীদের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছেন ভারতীয় ফুটবলাররাও। এইআইএফএফ-এর ডেভেলপমেন্টাল দলের পাশাপাশি শিলঙ লাজঙ দলও একজনও বিদেশাী ছাড়াই খেলছে এবারের আইলিগে। ইস্টবেঙ্গলের কাছে হারতে হলেও তাদের প্রথম ম্যাচে আইজলের বিরুদ্ধে লাজঙ ২-১ গোলে জিতেছিল। মাত্র ১৯ বছরের নাোরেম মহেশ সিং দুটি গোল করেছিলেন। তারা লিগে কতদূর এগোবে তা সময় বলবে। কিন্তু তাদের সব ভারতীয় নিয়ে খেলার সিদ্ধান্তে, ভারতীয় ফুটবলাররাই আরো বেশি করে খেলার সুযোগ পাচ্ছেন।

পুষ্করন

পুষ্করন

অন্ধ্রে মহা পুষ্করম-এ পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা ছাড়াল ২৯।

ফাঁসি হবে ইয়াকুব মেননের

ফাঁসি হবে ইয়াকুব মেননের

সবকিছু ঠিক থাকলে ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের ফাঁসির সাজা কার্যকর হতে চলেছে ৩০ জুলাই।

গুরগাঁওয়ের রাস্তায় গুলি

গুরগাঁওয়ের রাস্তায় গুলি

এদিন সকালে গুলি চলল গুরগাঁওয়ের এমজি রোডে। খুনের মামলায় এক সাক্ষীকে লক্ষ্য করে চলন্ত গাড়ি থেকে গুলি করা হয়। ঘটনার সময়ে পথ দুর্ঘটনার জেরে মৃত এক অটোচালক।

মমতা উবাচ

মমতা উবাচ

রাজ্যের সাতশোর বেশি পঞ্চায়েতে কোনও ব্যাঙ্কের শাখা নেই। এই শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধি, "সব পঞ্চায়েতে ব্যাঙ্কের শাখা খুলতে হবে, তাহলেই চিটফান্ডের রমরমা বন্ধ হবে।"

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা

নয়াদিল্লির বিজ্ঞান ভবনে 'প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা'-র উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী।

English summary
The massive attendance of fans across the country and the quality football played in the pitch are indicating I-League 2018 could be the beginning of a new era of Indian football.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X