For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতা আম্বানির জন্য সঙ্কটে আই লিগ! দুই প্রধানের ইউ টার্ন, কড়া বার্তায় বদলে গেল লড়াইয়ে সমীকরণ

ইস্টবেঙ্গল ও মোহনবাগান-সহ আই লিগের মোট ৮টি ক্লাব লিগের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার করে জানতে চেয়ে চিঠি দিল এআইএফএফকে।

  • |
Google Oneindia Bengali News

আই লিগ ২০১৮-১৯ মরসুম প্রায় শেষের পথে। এখনও খেতাবের দৌড়ে এগিয়ে রয়েছে চেন্নাই সিটি। দারুণভাবে তাড়া করছে ইস্টবেঙ্গলও। দৌড়ে রয়েছে রিয়াল কাশ্মীরও। কিন্তু এমন জমজমাট লিগ পরের বছর আর থাকবে কিনা সেই বিষয়টাই স্পষ্ট নয়। সাম্প্রতিক ঘটনাক্রমে শঙ্কিত আই লিগের ক্লাবগুলি। ইঙ্গিত মিলেছে আইএসএল-কেই ভারতের ১ নম্বর লিগ করে আই লিগের ক্লাবগুলিকে দ্বিতীয় সারিতে ঠেলে দেওয়া হতে পারে।

আই লিগের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে চেয়ে সোমবার (১৮ ফেব্রুয়ারি)-ই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেলকে চিঠি দিল আইলিগের মোট ৮টি ক্লাব। এদের মধ্যে রয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানও। এর আগেও সম্প্রচার বন্ধের সময়ে ফেডারেশনের বিরুদ্ধে জোট বেঁধেছিল আই লিগের ক্লাবগুলি। তখন তাদের সঙ্গে ছিল না কলকাতার দুই প্রধান।

করিনার আক্ষেপ

করিনার আক্ষেপ

খুব কম বয়সে বলিউডে অভিনয় করতে শুরু করেন কাপুর বংশের এই মেয়ে। ফলে পড়াশোনায় সেভাবে মন দিতে পারেননি তিনি।

জোটবদ্ধ ৮ ক্লাব

জোটবদ্ধ ৮ ক্লাব

ফেডারেশনকে চিঠি দেওয়া ৮টি আই লিগ ক্লাব হল - আইজল এফসি, চেন্নাই সিটি এফসি, চার্চিল ব্রাদার্স, গোকুলাম কেরল এফসি, মিনার্ভা পাঞ্জাব, নেরোকা এফসি, মোহনবাগান ও কোয়েস ইস্টবেঙ্গল। ফেডারেশনকে দেওয়া চিঠিতে তারা সাফ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাক্রমে তাদের মনে হয়েছে আইএসএল-কেই ভারতের ১ নম্বর লিগ হিসেবে ঘোষণা করার দিকে এগোচ্ছে এআইএফএফ। সেই সঙ্গে জোর করে আই লিগের ক্লাবগুলিরে দ্বিতীয় ডিভিশনে ঠেলে দেওয়া হবে।

খুশি বেবো

খুশি বেবো

তবে তিনি জানিয়েছেন, বলিউডে যেভাবে তিনি এগিয়েছেন তাতে তিনি প্রচণ্ড খুশি। তিনি এই পথ চলাকে উপভোগ করেন বলেই মত বেবোর।

লিগ পরিচালনা করুক এআইএফএফ

লিগ পরিচালনা করুক এআইএফএফ

আই লিগের ক্লাবগুলি প্রস্তাব দিয়েছে যদি আই লিগ ও আইএসএল-কে মিলিয়ে দিয়ে নতুন করে লিগের কাঠামো গড়তেই হয়, তবে সেই লিগ পরিচালনার দায়িত্বে থাকুক এআইএফএফ, তাদের বানিজ্য়িক অংশীদার নীতা আম্বানির ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) নয়। বর্তমানে আই লিগ পরিচালনা করে এআইএফএফ। কিন্তু, আইএসএল-এর সর্বেসর্বা এফএসডিএল।

বলিউডে অভিষেক

বলিউডে অভিষেক

অভিষেক বচ্চনের বিপরীতে 'রিফিউজি' সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করিনা কাপুরের।

স্বার্থের সংঘাত-এ নীতা আম্বানি

স্বার্থের সংঘাত-এ নীতা আম্বানি

এফএসডিএল-এর বিরুদ্ধে স্বার্থের সংঘাত-এর অভিযোগও এনেছে আই লিগের ক্লাবগুলি। তাদের বক্তব্য, এফএসডিএল বানিজ্যিক অংশীদার। কিন্তু তাদের প্রতিনিধিদের যোগ্যতা ছাড়াই এআইএফএফ-এর গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে। এমনকী টেকনিকাল কমিটি, যারা জাতীয় দলের কোচ বাছাইয়ের মতো কাজ করে থাকে, সেখানেও ঢুকে পড়ছেন মার্কেটিং-এর লোকরা। এই বিষয়ে ফেজডারেশনের জবাব দাবি করেছে তারা।

তিন খানের সঙ্গে অভিনয়

তিন খানের সঙ্গে অভিনয়

শাহরুখ-সলমন-আমির, এই তিন খানের সঙ্গেই কাজ করেছেন করিনা কাপুর।

চাই ফিফার রিপোর্ট

চাই ফিফার রিপোর্ট

এর আগে আইএসএল ও আই লিগকে কী ভাবে এক করা যায়, ফিফা ও এএফএফ-এর প্রতিনিধিদের এক কমিটি তা খতিয়ে দেখেছেন। প্রায় এক মাস আগে সেই কমিটি রিপোর্ট পেশ করেছে বলে দাবি করেছে আই লিগের ৮ ক্লাবের জোট। সেই রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানানো হয়েছে।

সলমনের সঙ্গে

সলমনের সঙ্গে

সলমন খানের সঙ্গে অভিনীত 'বজরঙ্গী ভাইজান' সিনেমাটি বক্স অফিসের সব রেকর্ড চুরমার করে দিয়েছে।

বেঙ্গল-বাগান বদলে দিল সমীকরণ

বেঙ্গল-বাগান বদলে দিল সমীকরণ

এর আগে স্টার স্পোর্টস সংস্থা আই লিগের ম্য়াচের সম্প্রচারের সংখ্যা কমিয়ে দেওয়ার সময়েও একযোগে প্রতিবাদ করেছিল আই লিগের ৬টি ক্লাব। সেই সময় তাদের সঙ্গে থাকেনি ইস্টবেঙ্গল ও মোহনাগান। দুটি ক্লাবই আগামী মরসুমে আইএসএল খেলবে বলেই আইলিগের ক্লাবগুলির সঙ্গে থাকছে না বলে মনে করা হয়েছিল। ভারতীয় ফুটবলের দুই 'পাওয়ার হাউস'-কে পাশে পাওয়ায় ফেডারেশন আর আই লিগ ক্লাবগুলিকে এড়িয়ে যেতে পারবে না বলে মনে করা হচ্ছে।

English summary
8 I-League clubs, including East Bengal and Mohun Bagan, have shot off a letter to AIFF seeking clarity about the future of the league.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X