For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুনিয়র ডার্বি ঘিরে রণক্ষেত্র ময়দান! বাঁশপেটা লাল-হলুদ সমর্থকদের, ছাড় পেলেন না মহিলারাও

আই লিগ অনুর্ধ-১৮ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচে দুইদলের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়লেন।

Google Oneindia Bengali News

আই লিগের জুনিয়র ডার্বি ঘিরে রণক্ষেত্র ময়দান! মোহনবাগান সমর্থকদের হাতে আক্রান্ত লাল হলুদ সমর্থকরা। ঘটনায় জখম হয়েছেন ইস্টবেঙ্গলের ১২ থেকে ১৫ জন সদস্য। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলা সমর্থকও আছেন বলে জানা গিয়েছে। চিত্রা নামে এক মহিলা লাল-হলুদ সমর্থকের হাত ভেঙে গিয়েছে।

এই দিন অনুর্ধ ১৮ আইলিগের ডার্বি ম্যাচ খেলা হচ্ছিল মোহনবাগান মাঠে। ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল কোয়েস ইস্টবেঙ্গল। এই সময় মোহনবাগান গ্যালারি ফাঁকা হতে শুরু করে। কিন্তু তারপরেই ধুন্ধুমার চলল ময়দান জুড়ে।

বাঁশ-কাঠের বাটাম নিয়ে তাড়া

বাঁশ-কাঠের বাটাম নিয়ে তাড়া

মাঠ থেকে বেরিয়ে গেলেও ইস্টবেঙ্গলের আক্রান্ত সমরা্থকদের অভিযোগ, গ্যালারির বাইরেই অপেক্ষা করছিলেন বাগান সমর্থকরা। তাদের হাতে ছিল বাঁশ, কাঠের বাটাম ইত্যাদি। লাল হলুদ সমর্থকরা মাঠ থেকে বেরোতেই সেসব নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের উপর চড়াও হন বাগান সমর্থকরা।

মোহনবাগানের পতাকাকে অবমাননা

মোহনবাগানের পতাকাকে অবমাননা

বাগান সমর্থকদের অভিযোগ ইস্টবেঙ্গল সমর্থকরা তাঁদের গ্যালারি থেকে মোহনবাগানের পতাকাকে অবমাননা করেছিলেন। একে ম্যাচে পিছিয়ে ছিলেন , তার উপর ওই উস্কানিমূলক আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠেন সবুজ মেরুণ সমর্থকরা।

মাটিতে ফেলে মার

মাটিতে ফেলে মার

ইস্টবেঙ্গলের বেশ কিছু সমর্থককে বাঁশ কাঠের বাটাম ইত্যাদি হাতের কাছে যা পেয়েছেন তাই দিয়ে পেটান মোহন সমর্থকরা। তাড়াহুড়ো করে দৌড়ে পালাতে গিয়ে বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক মাটিতে পড়ে যান। সেই অবস্থাতেও নির্বিচারে তাদের উপর হামলা চালায় বাগান সমর্থকরা বলে অভিযোগ করেছেন লাল-হলুদ সমর্থকরা।

পাল্টা মারের রাস্তায় লাল-হলুদ

পাল্টা মারের রাস্তায় লাল-হলুদ

ইস্টবেঙ্গল সমর্থকরা কোনও মতে পালিয়ে গিয়ে লাল-হলুদ শিবিরে গিয়ে আশ্রয় নেন। তাদের পিছন পিছন উত্তেজিত মোহনবাগান সমর্থকরাও বাঁশ লাঠি ইত্যাদি নিয়ে ইস্টবেঙ্গল তাঁবুর সামনে জড়ো হয়ে যান। এবার ক্লাব তাঁবু থেকে পাল্টা বাঁশ নিয়ে মোহন সমর্থকদের দিকে তেড়ে যান লাল-হলুদ সমর্থকরা।

পুলিশি হস্তক্ষেপ

পুলিশি হস্তক্ষেপ

ঘটনাস্থলে ততক্ষণে পৌঁছে যায় ঘোড়সওয়ার পুলিশ। মৃদু লাঠি চার্জ করে দুই দলের সমর্থকদের তারা আলাদা করে দেন। পুলিশ সময় মতো না এসে পৌঁছলে আরও বড় বিপদ হতে পারত।

মাঠে জয় ইস্টবেঙ্গলের

মাঠে জয় ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল অনুর্ধ ১৮ দলের পক্ষে দুটি গোল করেন শুভ্রনীল ও কিমা। মাঠের বাইরে তুলকালাম চললেও মাঠের মধ্যে তার প্রভাব পড়েনি। সহজেই জুনিয়র ডার্বিতে জয় পেয়েছে লাল-হলুদ।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FmyKhelBengali%2Fvideos%2F709517066081076%2F&show_text=0&width=560" width="560" height="308" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

English summary
In i League u-18 match between East Bengal and Mohun Bagan, supporters have got involved in the mayhem.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X