For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই অঙ্ক মিললে ডার্বির আগে, ঘরের মাঠেই আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

এই অঙ্ক মিললে ডার্বির আগেই আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

  • |
Google Oneindia Bengali News

মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা। রবিবার ট্রাউয়ের বিরুদ্ধে ৩-১ গোলে ম্যাচ জিতে লিগে টানা ১২ ম্যাচে অপরাজেয় সবুজ-মেরুন ব্রিগেড। এবার অঙ্ক বলছে, ১৫ মার্চ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচের আগেই আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে মেরিনার্স।

মোহনবাগানের পয়েন্ট

ট্রাউয়ের বিরুদ্ধে জয়ের পর লিগে ১৪ ম্যাচ শেষে মোহনবাগান ৩৫ পয়েন্টে রয়েছে। এবছর এখনও পর্যন্ত সবুজ-মেরুন ব্রিগেড ১১টি জয়, ২টি ড্র ও ১ ম্যাচ হেরেছে। গোল পার্থক্য ২১।

দ্বিতীয় স্থানে কে, পয়েন্টের পার্থক্য কত

১৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে মিনার্ভা। তারা এবছর ৫টি জয়, ৭টি ড্র ও ২টি ম্যাচ হেরেছে। প্রথম স্থানে থাকা মোহনবাগানের সঙ্গে মিনার্ভার পয়েন্টের পার্থক্য ১৩।

তৃতীয় স্থানে কে?

১৩ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চার্চিল বাদ্রার্স। ৬টি জয়, ২টি হার ও ৫টি ড্র করেছে।

কোন অঙ্কে ডার্বির আগেই চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান

চার্চিলের হাতে এই মুহূর্তে ৭টি ম্যাচ রয়েছে। ৭ ম্যাচ জিতলে চার্চিল ২০+২১ অর্থাৎ ৪১ পয়েন্টে পৌঁছবে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা মিনার্ভা অবশিষ্ট ৬টি ম্যাচ জিতলে ১৮ পয়েন্ট অর্থাৎ লিগ শেষে ৪০ পয়েন্টে পৌঁছবে।

সেক্ষেত্রে মোহনবাগান পরের দুই ম্যাচ জিতলে ৬ পয়েন্ট পাবে। ১৬ ম্যাচ শেষে মোহনবাগান ৪১ পয়েন্টে পৌঁছবে। তখন মোহনবাগান ও চার্চিলের পয়েন্ট এক হলেও হেড টু হেডে এগিয়ে থাকার কারণে চ্যাম্পিয়ন হবে মোহনবাগান।

ঘরের মাঠেই উড়তে পারে সবুজ-মেরুন আবির

মোহনবাগান যে ছন্দে ছুটতে তাতে ঘরের মাঠে পরের দুই ম্যাচ জিতলেই মোহবাগান চ্যাম্পিয়ন। ৫ মার্চ চেন্নাই সিটির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। এরপর ১০ মার্চ ঘরের মাঠে প্রতিপক্ষ আইজল। সেই ম্যাচ জিতলে ডার্বির আগেই কল্যাণীতে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুখবর আসতে চলবে, কল্যাণীতেই উড়তে পারে সবুজ-মেরুন আবির।

English summary
I-League:Mohun Bagan need how many points to win the I-League before derby match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X