For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগ না আইএসএল, শেষ পর্যন্ত কোন লিগে ইস্টবেঙ্গল? ফেডারেশনের ইঙ্গিত

আই লিগ না আইএসএল, শেষ পর্যন্ত কোন লিগে ইস্টবেঙ্গল? ফেডারেশনের ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

২০২১-২১ ফুটবল মরসুমে তাহলে শেষ পর্যন্ত কী আই লিগেই ইস্টবেঙ্গল। ফেডারেশনের বৈঠক থেকে অবশ্য এমই ইঙ্গিত।

আইএসএলের আশা দেখিয়েছিলেন শীর্ষকর্তা

আইএসএলের আশা দেখিয়েছিলেন শীর্ষকর্তা

কিছুদিন আগে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার আসন্ন ফুটবল মরসুমে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে বলে আশ্বস্ত করেছেন।

মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিচ্ছেন!

মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিচ্ছেন!

শতবর্ষে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়েছেন বলে শীর্ষকর্তা জানান। প্রফুল প্যাটেলকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের আইএসএল খেলার বিষয় নিয়ে ফোনে যোগাযোগ করেন বলে দেবব্রত সরকার জানান।

আইএসএল খেলা নিয়ে চিঠি

আইএসএল খেলা নিয়ে চিঠি

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার আরও জানিয়েছেন ক্লাবের পক্ষ থেকে ফেডারেশন প্রেসিডেন্টকে আইএসএল খেলার বিষয় নিয়ে চিঠিও দেওয়া হয়েছে।

আই লিগের বৈঠকে লাল-হলুদ ব্রিগেড

আই লিগের বৈঠকে লাল-হলুদ ব্রিগেড

এরপর আই লিগের বিদেশি কমানো নিয়ে সোমবারের বৈঠকে ইস্টবেঙ্গল অংশ নেয়। গুরুত্বপূর্ণ মতামতও দেয়। মোহনবাগান আই লিগে না থাকায় তাঁদের ডাকা হয়নি। আই লিগে বিদেশি কমানো নিয়ে ইস্টবেঙ্গলকে অবশ্য ডাকা হয়েছিল।

ইস্টবেঙ্গলকে নিয়ে বিভ্রান্তে ফেডারেশন!

ইস্টবেঙ্গলকে নিয়ে বিভ্রান্তে ফেডারেশন!

একদিকে ইস্টবেঙ্গল আইএসএল খেলা নিয়ে উদ্যোগী, এর মাঝে আই লিগের বিদেশি কমানোর বৈঠকে লাল-হলুদ ক্লাবের অংশগ্রহণ। ফলে ইস্টবেঙ্গল আসন্ন মরসুমে কোন ক্লাবে খেলবে সেই নিয়ে বিভ্রান্তে ফেডারেশন।

ইস্টবেঙ্গল কোন লিগে খেলার জন্যে প্রস্তুতি নিচ্ছে

ইস্টবেঙ্গল কোন লিগে খেলার জন্যে প্রস্তুতি নিচ্ছে

ইস্টবেঙ্গল যদি আইএলএসের খেলবে, তবে আই লিগের বিদেশি নিয়ে সিদ্ধান্তের বৈঠকে ক্লাব কেন অংশ নিল সেই প্রশ্ন উঠছে! ফলে লাল-হলুদ কোন লিগে খেলবে সেই নিয়ে বিভ্রান্তি চরমে।

ফেডারেশন কী জানাল

ফেডারেশন কী জানাল

ফেডারেশন অবশ্য ১২ দলের আই লিগ ধরে এগোচ্ছে। মোহনবাগান আইএসএলে চলে যাওয়ায় তাদের পরিবর্তে বিজ্ঞাপন দিয়ে আই লিগে নতুন দল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। ইস্টবেঙ্গল আই লিগ খেলছে ধরে নিয়েই ১২ দলের ভাবনা নিয়ে লিগের পরিকল্পনা সাজাছে ফেডারেশন।

English summary
I league or isl,Confusion over east bengal on which league they will play
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X