For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএফএলে প্রিমিয়ার ‘এ’ ডিভিশনে কোচিং করাতে লাগবে সি লাইসেন্স, জানিয়ে দিল আইএফএ

আর কয়েক দিনের অপেক্ষা, তার পরেই ঢাকে কাঠি পরে যাবে বাঙালির ফুটবল মরসুমের। কলকাতা লিগ দিয়ে শুরু হবে ফুটবল মরসুম। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। লিগ শুরুর সাত দিন পরেই মাঠে নেমে পড়বে তিন প্রধান।

Google Oneindia Bengali News

আর কয়েক দিনের অপেক্ষা, তার পরেই ঢাকে কাঠি পরে যাবে বাঙালির ফুটবল মরসুমের। কলকাতা লিগ দিয়ে শুরু হবে ফুটবল মরসুম। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। লিগ শুরুর সাত দিন পরেই মাঠে নেমে পড়বে তিন প্রধান।

 সিএফএলে প্রিমিয়ার ‘এ’ ডিভিশনে কোচিং করাতে লাগবে সি লাইসেন্স, জানিয়ে দিল আইএফএ

তবে, এই বারের লিগে কোচেদের যোগ্যতার উপর নজর দিয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ।
আসন্ন মরসুমে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার 'এ'-তে কোনও দলে কোচিং করাতে হলে এক জন কোচকে 'সি' লাইসেন্সধারী হতে হবে। এই নিয়মই চালু করল আইএফএ।

[আরও পড়ুন:আসন্ন কলকাতা লিগ প্রিমিয়ার-এ ডিভিশনে কোচিং করাবেন যারা, তাঁরা কে কোন ডিগ্রির অধিকারী জেনে নিন][আরও পড়ুন:আসন্ন কলকাতা লিগ প্রিমিয়ার-এ ডিভিশনে কোচিং করাবেন যারা, তাঁরা কে কোন ডিগ্রির অধিকারী জেনে নিন]

এত দিন পর্যন্ত কলকাতা লিগে কোচিং করানোর ক্ষেত্রে কোনও ডিগ্রি-ই বাধ্যতামূলক ছিল না কোচেদের। আইএফএ-এর পক্ষ থেকে জানান হয়েছে ধাপে ধাপে এই ডিগ্রি বাডৃানো হবে।

অন্য দিকে, কোচেদের ডিগ্রি বাধ্যতামূলক করার পাশাপাশি প্রতিটি দলে অনূর্ধ্ব-২৩ ফুটবলার খেলানোর নিয়মেও পরিবর্তন এনেছে আইএফএ। এত দিন প্রথম একাদশে এক জন করে অনূর্ধ্ব-২৩ ফুটবলার রাখা বাধ্যতামূলক ছিল, কিন্তু এই মরসুম থেকে আর নেই নিয়ম কার্যকরী নয়। কোনও অনূর্ধ্ব-২৩ ফুটবলার প্রথম একাদশে নাও খেলাতে পারে দলগুলি। এই বারের কলকাতা লিগে তিন জন বিদেশিকে সই করানোর পাশাপাশি মাঠেও নামানো যাবে তিন জনকে।

English summary
Ifa declared that AFC ‘C’ License is mandatory for coaches in premier division of cfl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X