For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাম ও লোগো নিয়ে ঐতিহাসিক কী সিদ্ধান্ত নিল আইএফএ

নাম ও লোগো নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বাংলায় ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ। ১৮৯৩ সালে বাংলা ফুটবলের এই সংস্থা তৈরি হয়। এরপর বাংলা ফুটবলের অনেক কিছুর সাক্ষী থেকেছে আইএফএ।

  • |
Google Oneindia Bengali News

নাম ও লোগো নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বাংলায় ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ। ১৮৯৩ সালে বাংলা ফুটবলের এই সংস্থা তৈরি হয়। এরপর বাংলা ফুটবলের অনেক কিছুর সাক্ষী থেকেছে আইএফএ। তবে শতবর্ষ পুরনো এই সংস্থার নাম ও লোগোর কোনও সরকারি রেজিস্ট্রেশন নেই। সেই নিয়ে এবার নতুন উদ্যোগ নেওয়া হল।

 নাম ও লোগো নিয়ে ঐতিহাসিক কী সিদ্ধান্ত নিল আইএফএ

বাংলা ফুটবলের নিয়ামক আইএফএ-তে সচিব পদে যোগ দেওয়ার পর এক বছর পার করে ফেলেছেন জয়দীপ মুখোপাধ্যায়। এই এক বছরে বাংলা ফুটবলকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। করোনা প্রকোপ কাটিয়ে ফুটবল শুরু নিয়ে প্রাক্তন ফুটবলারদের সঙ্গে আলোচনাতেও বসেছেন। নতুন উদ্যোগ নিয়ে কলকাতা লিগে প্রথম থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত আইএফএর লোগো দেওয়া বলে লিগ করানোর সিদ্ধান্ত নিয়েছেন। যারপর এবার আইএফএ-র নাম ও লোগো নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হল।

নাম ও লোগো নিয়ে ঐতিহাসিক কী সিদ্ধান্ত নিল আইএফএ

এতদিন আইএফএ-র নাম ও লোগোর সরকারি রেজিস্ট্রেশন না থাকার কারণে যে কেউ সংস্থার নাম ও লোগো ব্যবহার করতে পারত। এবার শতাব্দী প্রাচীন সংস্থার নাম ও লোগোকে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করল আইএফএ।

প্রসঙ্গত শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো ক্লাবগুলি তাঁদের নাম ও লোগোর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করালেও আইএফএ এতদিন কেন সরকারি রেজিস্ট্রেশন করায়নি, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

English summary
IFA done trademark registration of thier name and logo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X