For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ স্টেজ থেকে বিদায়ই নয়া ট্র্যাডিশন, দেখুন পরিসংখ্যান

দক্ষিণ কোরিয়ার কাছে এদিন ০-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ কোরিয়ার কাছে এদিন ০-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এদিন গ্রুপ এফ-এর ম্যাচে জার্মানি নেমেছিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। আর সুইডেন নেমেছিল মেক্সিকোর বিরুদ্ধে। মেক্সিকো দুটি ম্যাচ জিতে আগেই পরের রাউন্ডে উঠে গিয়েছিল। ফলে সুইডেন ও জার্মানির মধ্যে কোনও একটি দল পরের রাউন্ডে উঠতো।

এই অবস্থায় গ্রুপের শীর্ষে থাকা মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়ে সুইডেন গ্রুপের শীর্ষ থেকে পরের রাউন্ডে চলে গেল। আর অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ০-২ গোলে হেরে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিল ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

একদশকের ট্র্যাডিশন

একদশকের ট্র্যাডিশন

তবে এটাই প্রথম নয়, গত একদশকে এটাই যেন ট্র্যাডিশন হয়ে উঠেছে বিশ্বকাপজয়ী দলগুলির। গত তিনটি বিশ্বকাপের দিকে নজর ঘোরালে সেই পরিসংখ্যানই উঠে আসছে।

জার্মানির বিদায়

জার্মানির বিদায়

২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ফাইনালে আর্জেন্তিনাকে ১-০ গোলে হারিয়ে জয়ী হলেও এবার ২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নিল।

স্পেনের বিদায়

স্পেনের বিদায়

২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনও গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়। প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে ১-৫ গোলে হারার পরে দ্বিতীয় ম্যাচে চিলের কাছে ০-২ গোলে হারে স্পেন। তারপরে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতলেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় বিশ্বচ্যাম্পিয়নদের।

ফ্রান্সের বিদায়

ফ্রান্সের বিদায়

২০০৬ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সও ২০১০ বিশ্বকাপে কোনও ম্যাচ না জিতে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়। প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করার পরে মেক্সিকোর কাছে ০-২ গোলে হেরে যায়। তারপরে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১-২ গোলে হেরে ফ্রান্স বিদায় নেয়। দলের হয়ে বিশ্বকাপের শেষ ম্যাচে একটিমাত্র গোল করেন মালৌদা।

English summary
In last 3 Fifa World Cups, defending champions are out in knockouts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X