For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লন্ডন ডার্বিতে ১০ জনের আর্সেনালকে হারাতে পারল না চেলসি

Google Oneindia Bengali News

টানটান উত্তেজনাপূর্ণ লন্ডন ডার্বিতে একজন বেশি নিয়েও আর্সেনালকে হারাতে পারল না চেলসি। মঙ্গলবার রাতে লন্ডন ডার্বিতে ২-২ গোলে ড্র করেছে চেলসি ও আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির হয়ে গোল দুটি করেছেন মিডফিল্ডার জর্জিনিও ও রাইটব্যাক সেজার আসপিলিকেতা, আর্সেনালের গোল দুটি ব্রাজিলের উইঙ্গার গাব্রিয়েল মার্তিনেল্লি ও স্প্যানিশ ডিফেন্ডার হেক্তর বেয়েরিনের।

লন্ডন ডার্বিতে ১০ জনের আর্সেনালকে হারাতে পারল না চেলসি

ছয় মাস আগেই চেলসির প্রথম একাদশে নিয়মিত জায়গা না পেয়ে হতাশ হয়েই একপ্রকার নাম লিখিয়েছিলেন আর্সেনালে। তবে পুরোনো দলের বিরুদ্ধে জবাব দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগালেন না ডেভিড লুইজ। উল্টে ব্রাজিলিয়ান সেন্টারব্যাক ম্যাচের ছাব্বিশ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছেড়ে নিজের নতুন দল আর্সেনালকে ফেলে দেন বেকায়দায়। পাশাপাশি মাঠ ছাড়ার আগে চেলসিকে সেই ফাউলের দরুন একটি পেনাল্টিও উপহার দিয়ে যান। পেনাল্টি থেকে চেলসির হয়ে ঠান্ডা মাথায় গোল করেন ব্রাজিলের মিডফিল্ডার জর্জিনিও।

তবে এক ব্রাজিলিয়ানের ভুলকে সুধরে দলকে সমতায় ফিরিয়ে আনেন অপর এক তরুণ ব্রাজিলিয়ান। গাব্রিয়েল মার্তিনেল্লি। ৬৩ মিনিটে মার্তিনেল্লির গোল। তবে এর পর ৮৪ মিনিটে ইংলিশ উইঙ্গার ক্যালাম হাডসন-ওডোইয়ের পাস থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার আসপিলিকেতা। কিন্তু চেলসির দ্বিতীয় দফায় এগিয়ে যাওয়ার এই আনন্দ স্থায়ী হলো মাত্র তিন মিনিট। ৮৭ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান স্প্যানিশ রাইটব্যাক বেয়েরিন।

শেষ পর্যন্ত দুবার পিছিয়ে পড়েও চেলসির মাঠে ম্যাচটা ২-২ গোলে ড্র করে ফেরে আর্সেনাল। নতুন কোচ মিকেল আর্তেতা গতরাতের ম্যাচটি না জিতলেও তাঁর অধীনে ভালো খেলছে গানাররা। তার সবচেয়ে বড় প্রমাণ লিগে শেষ পাঁচ ম্যাচে অপরাজিত রয়েছে নর্থ লন্ডনের দলটি। অবশ্য় এই ড্র-য়ে পয়েন্ট তালিকায় কোনও দলেরই অবস্থানের কোনও হেরফের হয়নি। ২৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দশেই আছে তারা। ১০ পয়েন্ট বেশি নিয়ে চেলসি আছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে।

English summary
in north london derby arsenal and chelsea drew the match 2-2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X