For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন পদ্ধতিতে ফিফা র‌্যাঙ্কিংয়ে উঠে এল ভারত

খুশির খবর ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য। ফিফা র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগোল ভারত। ৯৬-তে উঠে এল সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। জর্জিয়ার সঙ্গে যুগ্মভাবে ৯৬ নম্বর স্থানে রয়েছে ভারত।

Google Oneindia Bengali News

খুশির খবর ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য। ফিফা র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগোল ভারত। ৯৬-তে উঠে এল সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। জর্জিয়ার সঙ্গে যুগ্মভাবে ৯৬ নম্বর স্থানে রয়েছে ভারত।

নতুন পদ্ধতিতে ফিফা র‌্যাঙ্কিংয়ে উঠে এল ভারত

এর আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের স্থান ছিল ৯৭। কিন্তু ফিফার নতুন ইএলও সিস্টেম চালু হতেই এক ধাপ উঠে এল টিম ইন্ডিয়া।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে প্রতিটি ম্যাচে পারফরম্যান্সের নিরিখে বদলাবে র‌্যাঙ্কিংয়। এর আগে পর্যন্ত মাসের যে কোনও একটি দিনে বদলাত র‌্যাঙ্কিংয়।

অন্য দিকে, বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে বিদায় নেওয়া জার্মানি নেমে এল ১৫ নম্বর স্থানে। এক দশকে সব থেকে খারাপ র‌্যাঙ্কিংয় জার্মানির। ২০০৬ সালে জার্মানির র‌্যাঙ্কিংয় ছিল ২৬।পাশাপাশি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ফ্রান্স উঠে এল ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে। দ্বিতীয় বিশ্বকাপ জেতার পর দ্বিতীয় বারের জন্য শীর্ষ স্থানে উঠে এল ফ্রান্স। ২০০২ সালের পর ফের শীর্ষে ফরাসি দল। দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ২০১৮ বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়া রয়েছে চতুর্থ স্থানে, পাঁচ নম্বরে আসে উরুগুয়ে।

English summary
India has climbed to 96th in the latest FIFA World Ranking, released on Thursday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X