For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় ফুটবলে নয়া ইতিহাস, স্পেনের মাটিতে আর্জেন্তিনা বধ ভারতের

ঐতিহাসিক জয় পেল ভারত। আর্জেন্তিনার অনূর্ধ্ব-২০ দলকে ২-১ গোলে হারিয়ে দিল তরুণ ভারতীয় দল। সারা জীবন এই দিনটিকে মনে রাখবেন ভারতীয় ফুটবল প্রেমীরা।

Google Oneindia Bengali News

ইতিহাস তৈরি করল অনূর্ধ্ব-২০ ভারতীয় দল। ভ্যালেন্সিয়ায় আয়োজিত কোটিফ কাপে গত ম্যাচে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের রানার্স দল ভেনিজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করার পর আর্জেন্তিনার অনূর্ধ্ব-২০ দলকে ২-১ গোলে হারিয়ে দিল রহিম আলি-আনোয়ার আলিরা।

ভারতীয় ফুটবলে নয়া ইতিহাস, স্পেনের মাটিতে আর্জেন্তিনা বধ ভারতের

এদিন ম্যাচের প্রথম থেকেই ভারতীয় ব্রিগেড বুঝিয়ে দিয়েছিল স্রেফ আর পাঁচটা প্রতিপক্ষের মতো শুধু খেলতেই মাঠে নামেনি তাঁরা, তাঁদের লক্ষ্য আর্জেন্তিনার মতো শক্তিধর দেশকে হারিয়ে বিশ্ব ফুটবলের আঙিনায় ভারতীয় ফুটবলকে সমীহের জায়গায় নিয়ে যাওয়া।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Mark the date when history was made. Yes, our U20 boys have humbled <a href="https://twitter.com/Argentina?ref_src=twsrc%5Etfw">@Argentina</a>- the most successful team in <a href="https://twitter.com/FIFAcom?ref_src=twsrc%5Etfw">@FIFAcom</a> U-20 World Cup history in the ongoing <a href="https://twitter.com/Cotif?ref_src=twsrc%5Etfw">@Cotif</a> tournament today. <a href="https://twitter.com/hashtag/BackTheBlue?src=hash&ref_src=twsrc%5Etfw">#BackTheBlue</a> <a href="https://twitter.com/hashtag/WeAreIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#WeAreIndia</a> <a href="https://t.co/PFBtNnlE6m">pic.twitter.com/PFBtNnlE6m</a></p>— Indian Football Team (@IndianFootball) <a href="https://twitter.com/IndianFootball/status/1026315636132274178?ref_src=twsrc%5Etfw">August 6, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

নিজেদের লক্ষ্যে সফল হয়েছে ফ্লয়েড পিন্টোর দল। ম্যাচের চার মিনিটে দীপক টাংরির গোলে এগিয়ে যায় ভারত। প্রথম গোল তুলে নেওয়ার পর আক্রমণের মাত্রা আরও বাড়াতে থাকে ভারতীয় যুব দল। দুই উইং হাফের থেকে ভেসে আসা একের পর এক বিষ মাখানো ক্রসে তখন কার্যত দিশেহারা মেসির দেশের যুব ফুটবলাররা। কয়েকটা ক্ষেত্রে গোলের বেশ কাছেও পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে, প্রথমার্ধে আর গোল সংখ্যা বাড়েনি। প্রথমার্ধ শেষে খেলার ফল ছিল ১-০।

প্রথমার্ধে যেখান থেকে খেলা শুরু করেছিল ভারত, সেখান থেকেই শুরু করে দ্বিতীয়ার্ধের খেলা। সেই চেনা আক্রমণ, সেই ওভার ল্যাপ আর সেই ঠিকানা লেখা সেন্টার, সব উপস্থিত ছিল ভারতের খেলায়। কিন্তু তাল কাটল ম্যাচের ৫৪ মিনিটে। সাধারণ মানের ফাউল হলেও সোজা লাল কার্ড দেখিয়ে অনিকেতকে বার করে দেন রেফারি। ফলে শেষ ২৬ মিনিট খেলাটা কঠিন হয়ে যায় ভারতের জন্য।

তবে, দশ জনে হয়ে গেলেও লড়াই ছাড়েনি ভারত। আরও এরই ফল স্বরূপ ম্যাচে দ্বিতীয় গোল পেয়ে যায় ভারত। ৬৮ মিনিটে ফ্রি কিক থেকে বিশ্বমানের গোল করে ভারতের লিড বাড়িয়ে দেন তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি।

দু'গোলের লিড পেয়ে যাওয়া ভারত ম্যাচে একটু গা আলগা দিতেই ৭২ মিনিটে ভারতীয় ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে যায় আর্জেন্তিনা। ম্যাচ যতই শেষ পর্যায় এগোয়, ততই পাল্লা দিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ে নীল-সাদা ব্রিগেডের। যদিও আর ভারতের রক্ষণকে ভাঙতে পারেনি আর্জেন্তিনা।

স্পেনের মাটিতে ইতিহাস তৈরি করে আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় ভারত।

English summary
Historic win for India. Indian colts beat U20 Argentina by 2-1 in COTIF Cup match. Indian football fans will remember the day for life.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X