For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বে কাতারের মুখোমুখি ভারতীয় ফুটবল দল, জেনে নিন কিছু তথ্য

২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্ব মঙ্গলবার কাতারের মুখোমুখি হচ্ছে ভারতীয় ফুটবল দল। ওমানের বিরুদ্ধে গত ম্যাচ এগিয়ে থেকে হেরে যান সুনীল ছেত্রীরা। তাই কাতারের বিরুদ্ধে জিততে মরিয়া নীল ব্রিগেড।

  • |
Google Oneindia Bengali News

২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্ব মঙ্গলবার আয়োজক দেশের মুখোমুখি হচ্ছে ভারতীয় ফুটবল দল। ওমানের বিরুদ্ধে গত ম্যাচ এগিয়ে থেকে হেরে যান সুনীল ছেত্রীরা। তাই কাতারের বিরুদ্ধে জিততে মরিয়া নীল ব্রিগেড। তার আগে দেখে নিন ম্যাচ সংক্রান্ত কিছু তথ্য।

কখন, কোথায় খেলা

কখন, কোথায় খেলা

কাতারের রাজধানী দোহার জসীম বিন হামাদ স্টেডিয়ামে হোম টিমের বিরুদ্ধে খেলতে নামবেন সুনীল ছেত্রীরা। ভারতীয় সময়ে মঙ্গলবার রাত দশটা থেকে দেখা যাবে ম্যাচ।

গত ম্যাচ

গত ম্যাচ

২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের এএফসি-র গ্রুপ ই-তে রয়েছে ভারত। গত ম্যাচে ওমানের বিরুদ্ধে ২-১ গোলে হারেন সুনীল ছেত্রীরা। ৮১মিনিট ১ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয় ভারতকে। অন্যদিকে কাতার গত ম্য়াচে আফগানিস্তানকে ৬-০ গোলে হারায়।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

এখনও পর্যন্ত সাত বার কাতারের মুখোমুখি হয়েছে ভারতীয় ফুটবল দল। পাঁচ বারই হেরেছেন নীল জার্সিধারীরা। দুই দলের মধ্যে দুটি ম্যাচ ড্র হয়।

ফিফা র‌্যাঙ্কিং

ফিফা র‌্যাঙ্কিং

ফিফা র‌্যাঙ্কিংয়ের ৬২ নম্বর স্থানে রয়েছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ। এই তালিকায় ভারতের অবস্থান ১০৩-এ।

দুই দলের সম্ভাব্য দল ও ছক

দুই দলের সম্ভাব্য দল ও ছক

ভারত (৪-৪-২) : গুরপ্রীত সিং সান্ধু, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান, আদিল খান, শুভাশিষ বোস, উদান্ত সিং, অনিরুদ্ধ থাপা, রাউলিন বোর্জেস, ব্রেন্ডন ফার্নান্ডেজ, সুনীল ছেত্রী, আশিক কুরিয়ান।

কাতার (৪-৩-২-১) : সাদ আল শাহিব, পেড্রো মিগুয়েল কার্ভালহো, তারেখ সলমন, বউয়ালেম খোউখি, আব্দেলকরিম হাসান, আসিম মাদিবো, কারিম বউদাইফ, আক্রাম আফিফ, ইউসুফ আব্দুরিসাগ, হাসান-আল-হায়দোস, আলমোয়েজ আলি।

 ভারতের সম্ভাবনা

ভারতের সম্ভাবনা

আগের থেকে অনেক বেশি লড়াকু ভারতীয় ফুটবল দল। লড়াই করে সুনীল ছেত্রীরা অঘটন ঘটাতে পারবেন কিনা, সেদিকে তাকিয়ে দেশের ফুটবল প্রেমীরা।

English summary
India is ready to face Qatar in World Cup Qualifing match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X