For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপালকে সাত গোল দিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত

টুর্নামেন্টে একটিও গোল হজম না করে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত। শনিবার কল্যাণীর মাঠে নেপালকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ কাপের ট্রফি জিতে নিল ভারতীয় অনূর্ধ্ব-১৫ দল।

  • |
Google Oneindia Bengali News

টুর্নামেন্টে একটিও গোল হজম না করে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত। শনিবার কল্যাণীর মাঠে নেপালকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ কাপের ট্রফি জিতে নিল ভারতীয় অনূর্ধ্ব-১৫ দল। এর আগে ২০১৩, ২০১৭ সালে সাফ কাপ জিতেছিল ভারত। দু'বছর পর(২০১৯) সালে ফের চ্যাম্পিয়ন হয়ে এই নিয়ে তিনবার ট্রফি জিতল নীল জার্সিধারীরা।

নেপালকে সাত গোল দিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত

টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ২৮টি গোল দিয়েছে ভারত। অন্যদিকে কোনও গোল হজম করেনি তারা। ফাইনাল ম্যাচে শুরু থেকে ভারত আক্রমণাত্মক ছিল। ১৫ মিনিটে গোলের খাতা খোলে ভারতীয় দল। এরপর প্রথমার্ধে স্কোরলাইন ৩-০ করে। দ্বিতীয়ার্ধে আরও চার গোল চাপিয়ে ম্যাচ জিতে নেয়।

ম্যাচে মণিপুরের ছেলে সিদ্ধার্থ নংমেইকাপাম হ্যাটট্রিক করেছেন। দ্বিতীয়ার্ধে ৫১, ৭৬ ও ৮০ মিনিটে গোল করেন তিনি। বাকি চারটি গোল আমনদীপ, শিবাজিৎ, হিমাংশু ও মাহেসন সিংয়ের।

একনজরে সাফ কাপে বিবিয়ানো ফার্নান্দসের অধীনে ভারতীয় দলের পারফর্ম্যান্স

  • গ্রুপ লিগে প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেপালকে ৫গোল দিয়েছিল ভারত।
  • দ্বিতীয় ম্যাচে এরপর ভূটানকে ৭ গোল দেয় অনূর্ধ্ব-১৫ ভারতীয় দল।
  • বাংলাদেশের বিরুদ্ধে এরপর ৪-০ গোলে ম্যাচ জিতেছিল বিবিয়ানো ফার্নান্দসের ছেলেরা
  • সেমিতে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারায় ভারত
  • গোলের ধারা ধরে রেখে ফাইনালে নেপালকে ৭ গোল দিল ভারতীয় দল।
English summary
India thrash Nepal 7-0 to win SAFF U-15 Championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X