For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্জেন্তিনা, ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলবে ভারত, জেনে নিন বিস্তারিত

কোটিফ কাপ খেলতে স্পেন উড়ে যাচ্ছে ভারতের অনূর্ধ্ব-২০ দল। কোটিফ কাপে ভারত খেলবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দলগুলির সঙ্গে। কেটিফ কাপে ভারত খেলবে আর্জেন্তিনা, ভেনেজুয়েলার অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে।

Google Oneindia Bengali News

কোটিফ কাপ খেলতে স্পেন উড়ে যাচ্ছে ভারতের অনূর্ধ্ব-২০ দল। কোটিফ কাপে ভারত খেলবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দলগুলির সঙ্গে। কেটিফ কাপে ভারত খেলবে আর্জেন্তিনা, ভেনেজুয়েলার অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে। শুধু আর্জেন্তিনা বা ভেনেজুয়েলা নয়, মাউরিতানিয়ার অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধেও খেলবে ভারত।

আর্জেন্তিনা, ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলবে ভারত, জেনে নিন বিস্তারিত

২৯ জুলাই থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এই তিন দলের পাশাপাশি স্থানীয় দল মার্সিয়ার অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধেও খেলবেন ভারতের তরুণ তুর্কীরা।

কোটিফ কাপে খেলার বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জাতীয় দলের ডিরেক্টর অভিষেক যাদব বলেন, 'এই টুর্নামেন্টে খেলার পরিকল্পনা আমাদের আগে থেকেই ছিল। ২০১৯ অনূর্ধ্ব-২০ ফিফা ওয়ার্ল্ড কাপের আগে এই টুর্নামেন্টকে আমরা প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছি। বিশ্বের শক্তিশালী দেশগুলি এই টুর্নামেন্ট অংশ নেওয়ায় বিশ্বকাপের আগে প্রস্তুতি ভাল হবে বলেই আমরা আশাবাদী। বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলিতে যথেষ্টা গুরুত্ব দেয় এআইএফএফ এবং এটা তারই একটা প্রয়াস।'

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব যে ফুটবলাররা করেছিলেন, তারাই এই টুর্নামেন্টে খেলবে ভারতের জার্সিতে।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেকগুলি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। ফলে যুব জাতীয় দলের কাছে এতে বিশেষ কোনও নতুনত্ব নেই।

এক নজরে দেখে নিন কেটিফ কাপে অনূর্ধ্ব-২০ দলের ক্রীড়াসূচি:

২৯ জুলাই: ভারত বনাম মার্সিয়া
৩১ জুলাই: ভারত বনাম মাউরিতানিয়া
৩ অগস্ট: ভারত বনাম ভেনেজুয়েলা
৫ অগস্ট: ভারত বনাম আর্জেন্তিনা

English summary
U-20 Indian football team will play against U-20 Argentina team in cotif football tournament. In this tournament Indian will also play against Venezuela and Mauritania.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X