For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের এশিয়ান কাপের আসর বসছে ভারতে, কোন কোন মাঠে হবে খেলা?

মহিলাদের এশিয়ান কাপের আসর বসছে ভারতে, কোন কোন মাঠে হবে খেলা?

  • |
Google Oneindia Bengali News

মহিলাদের ২০২২ সালের এশিয়ান কাপের আসর ভারতের বসতে চলেছে। বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের মহিলা কমিটির তরফে আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়েছে। যদিও প্রতিযোগিতার সূচি প্রকাশের কাজ পরে হবে বলে জানানো হয়েছে।

মহিলাদের এশিয়ান কাপের আসর বসছে ভারতে, কোন কোন মাঠে হবে খেলা?

মহিলাদের ২০২২ সালের এশিয়ান কাপের আয়োজনের জন্য ভারতকে কড়া টক্কর দিচ্ছিল চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান। তাদের হারিয়ে ভারত এই প্রতিযোগিতা আয়োজন করার সুযোগ পাওয়ায় খুশি দেশের ক্রীড়া মহল। গত ফেব্রুয়ারিতে প্রতিযোগিতার আয়োজক হিসেবে ভারতের নাম প্রস্তাব করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশনের মহিলা কমিটি। করোনা ভাইরাসের জেরে দেরিতে প্রক্রিয়া শেষ করা হয়েছে বলে জানানো হয়েছে।

এখনও পর্যন্ত যা খবর, ২০২২ সালের ডিসেম্বরে শুরু হবে মহিলাদের ২০২২ সালের এশিয়ান কাপ। ২০২৩-এর জানুয়ারিতে শেষ হবে প্রতিযোগিতা। ভারতের আহমেদাবাদ ও নবি মুম্বইতে টুর্নামেন্টের ম্যাচগুলি হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আয়োজক হওয়ার সৌজন্যে ভারতকে এই টুর্নামেন্টে খেলার জন্য যোগ্যতা অর্জন পর্বের ধাপ পেরোতে হবে না।

১৯৮০ সালে ভারতে হয়েছিল মহিলাদের এশিয়ান কাপ। কোঝিকোড়ে বসেছিল প্রতিযোগিতার আসর। এই নিয়ে দ্বিতীয়বার এ দেশে একই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। মহিলাদের এশিয়ান কাপে দুই বার রানার্স হয়েছে ভারত।

করোনা পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কোন দেশে হতে পারে?করোনা পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কোন দেশে হতে পারে?

English summary
India will host women's AFC Asian Cup 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X