For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যক্তিগত কারণে ইন্ডিয়ান অ্যারোজের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মাতোস

ব্যক্তিগত কারণে ইন্ডিয়ান অ্যারোজের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন লুইস নর্টন ডি মাতোস।

Google Oneindia Bengali News

ইন্ডিয়ান অ্যারোজের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় দলকে কোচিং করানো লুইস নর্টন দি মাতোস। শুধু ইন্ডিয়ান অ্যারোজেরই নয়, মাতোস সরে দাঁড়ালেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডেভলপমেন্ট টিমের দায়িত্ব থেকেও। ব্যক্তিগত সমস্যার কারণে সরে দাঁড়াতে হল মাতোসকে। দুই পক্ষের বোঝাপড়ার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেন এই পর্তুগিজ কোচ।

ব্যক্তিগত কারণে ইন্ডিয়ান অ্যারোজের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মাতোস

এআইএফএফ-কে লেখা নিজের চিঠিতে মাতোস লেখেন, 'বাবা-মায়ের শরীরী অবস্থা ভাল না হওয়ার কারণে ইন্ডিয়ান অ্যারোজের কোচ হিসেবে কাজ চালানো এবং গোটা মরসুমের জন্য ইউরোপ থেকে এত দূরে থাকাটা আমার পক্ষে সমস্যার হচ্ছে। ফলে আমি সিদ্ধান্ত নিয়েছি অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল এবং ইন্ডিয়ান অ্যারোজের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর।'

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতকে কোচিং করানোর সুযোগ দেওয়ার জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশের কোচ এআইএফএফকে ধন্যবাদও জানিয়েছেন। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন সাপোর্ট স্টাফ এবং ফুটবলারদেরও।

তাঁর কথায়, 'আমি এআইএফএফ-কে ধন্যবাদ জানাতে চাই তরুণ ভারতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সাপোর্ট স্টাফদের এবং প্লেয়ারদের। তাঁদের ভবিষ্যতের জন্য আমার শুভ কামনা রইল। আমার ব্যক্তিগত সমস্যাগুলো মিটে গেলে, ভবিষ্যতে আমি খুশি হব ভারতীয় ফুটবলে নিজের অবদান রাখতে পারলে। ভারত এবং ভারতীয় ফুটবলকে আমি ভালবেসে ফেলেছি এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল এআইএফএফ-এর জন্য।'

ভারতীয় ফুটবলে তাঁর অবদানের কথা মাথায় রেখে তাঁকে পাল্টা ধন্যবাদ জানান এআইএফএফ সচিব কুশল দাস। মাতাস এবং তাঁর পরিবারের শুভ কামনা জানান কুশল

English summary
For personal reasons Luis Norton de Matos, who coached indie in u-17 fifa world cup decided to step down as head coach of Indian Arrows and AIFF Developmental Team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X