For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্সেনালের মাথায় বসতে চলেছেন এক ভারতীয়, গাজিদিস চললেন এসি মিলানে

ইপিএল-এর ক্লাব আর্সেনালের বর্তমান সিইও ইভান গাজিদিস এসি মিলানে যোগ দিচ্ছেন। তাই ভারতীয় বংশোদ্ভূত বিনয় ভেঙ্কটেশ্যামকে ক্লাবের নতুন এমডি ঘোষণা করা হল।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের অন্যতম সেরা ক্লাব আর্সেনালের মাথায় বসতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত। বর্তমানে ক্লাবের চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে কাজ করা বিনয় বেঙ্কটেশ্যাম, গানার্সদের নতুন ম্যানেজিং ডিরেক্টরের পদে বসতে চলেছেন। সেই সঙ্গে এখনকার ফুটবল রিলেশনস-এর হেড রাউল সানলেহি-কে বসানো হচ্ছে হেড অব ফুটবল পদে।

আর্সেনালের মাথায় বসতে চলেছেন এক ভারতীয়

ইপিএলের ক্লাবটির প্রশাসনে এখন বইছে পরিবর্তনের হাওয়া। তাদের সিইও ইভান গাজিদিস চলে যাচ্ছেন ইতালির এসি মিলানে। চলতি বছরের ১ ডিসেম্বর থেকেই মিলানে কাজ শুরু করে দেবেন তিনি। ২০১০ সাল থেকেই আর্সেনালের প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন বেঙ্কটেশ্যাম। সানহেলি যুক্ত হয়েছেন গত নভেম্বরে। তার আগে তিনি ছিলেন বার্সেলোনার প্রশাসনে।

আর্সেনালের মাথায় বসতে চলেছেন এক ভারতীয়

তবে ইভান গাজিদিসের ক্লাব ছাড়ার সিদ্ধান্তে ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই বিস্মিত। প্রায় একদশক ক্লাবের গুরুদায়িত্ব সামলেছেন তিনি। মাত্র এক মাস আগেই আমেরিকার বিলিওনেয়ার শিল্পপতি ক্রোয়েঙ্কে, রাশিয়ান শিল্পপতি অ্যালিশের উসমানোভের কাছ থেকে ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। ক্রোয়েঙ্কে এগিয়ে আসায় এখন ক্লাবটির মূল্য হয়েছে ২.৩ বিলিয়ন ডলার।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Ivan Gazidis has issued the following message to the Arsenal fans, following his decision to leave the club</p>— Arsenal FC (@Arsenal) <a href="https://twitter.com/Arsenal/status/1041982169084772352?ref_src=twsrc%5Etfw">September 18, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

গাজিদিসের নিজে জানিয়েছেন, 'ক্লাব এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। সেই চ্যালেঞ্জ যাতে ক্লাব নিতে পারে তার জন্য আমার পক্ষে যতটা করা সম্ভব আমি করেছি। যদিও সিদ্ধান্তটা নেওয়া আমার পক্ষে কঠিন ছিল, কিন্তু আমার মতে ১০ বছর পর এটাই সঠিক সময় সরে গিয়ে নতুন নেতৃত্বকে জায়গা করে দেওয়ার। তারা ক্লাবকে নতুন উদ্যম ও নতুন ভাবনা দিয়ে এগিয়ে নিয়ে যাবে।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Raul Sanllehi and Vinai Venkatesham appointed head of football and managing director respectively, as Ivan Gazidis leaves for A.C. Milan</p>— Arsenal FC (@Arsenal) <a href="https://twitter.com/Arsenal/status/1041980259409776640?ref_src=twsrc%5Etfw">September 18, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

আর নতুন ক্লাব এসি মিলান সম্পর্কে বলেছেন, তিনি ক্লাবকে ফুটবল বিশ্বে তার উপযুক্ত জায়গায় ফিরিয়ে আনবেন। আর্সেনালের মতো এসি মিলানের প্রশাসনেও এখন রদবদল ঘটছে। গত জুলাইতে ইলিয়ট ইনভেস্টমেন্ট ক্লাবের মালিকানা নিয়েছে। সেই রদবদলের অংশ হিসেবেই এসি মিলানে যোগ দিচ্ছেন গাজিদিস।

English summary
As the current CEO of the EPL club Arsenal Ivan Gazidis heads to AC Milan, Indian descendant Vinai Venkatesham is declared as the new MD.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X