For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর কাছে কেন নেটফ্লিক্সের পাসওয়ার্ড চাইলেন এই ভক্ত?

করোনা লকডাউনে ভারত অধিনায়কের কাছে কেন নেটফ্লিক্সের পাসওয়ার্ড চাইলেন এই ভক্ত?

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনে গৃহবন্দি বিশ্ব! ভারতেও একই ছবি। ১৭ মে পর্যন্ত লকডাউন দীর্ঘায়িত হয়েছে। ভাইরাসের সামাজিক সংক্রমিত নিয়ে চিন্তায় দেশ। ইতিমধ্যে দেশে সংক্রমিতে সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতে খেলার জগৎ থেকে সিনে দুনিয়ার তারকা, সাধারণ মানুষ সবাই এখন লকডাউনে গৃহবন্দি রয়েছেন। এর মাঝেই ভারত অধিনায়ককে অদ্ভূত আবদার করে বসলেন এক ক্রীড়াভক্ত!

ভারত অধিনায়ককে চমকে দিলেন এই ভক্ত

ভারত অধিনায়ককে চমকে দিলেন এই ভক্ত

সুনীল ছেত্রীর ভারতীয় ফুটবলের আইডল। ভারত অধিনায়কের সঙ্গে ছবি তোলা বা অটোগ্রাফ নেওয়ার জন্য ফুটবল প্রেমীরা মুখিয়ে থাকেন। করোনা লকডাউনের মাঝে ফ্যানদের থেকে এই আবদার পাচ্ছিলেন না। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সুনীল এই লকডাউনে জনসংযোগ বাড়িয়েছেন। কিন্তু এবার তাঁর কাছে যে আবদার রাখা হয়েছে, তাতে সুনীলের চমকে যাওয়ার মতো পরিস্থিতি। নিজের টুইটার হ্যান্ডেলে ভক্তের উদ্ভট আবদার শেয়ার করেছেন সুনীল।

নেটিফ্লিক্সের পাসওয়ার্ড দাও!

নেটিফ্লিক্সের পাসওয়ার্ড দাও!

হ্যাঁ, ভারত অধিনায়কের কাছে এমন আজব আবদার করে বসেছেন ঐ ভক্ত। সোশ্যাল মিডিয়ায় সুনীলকে মেসেজ করে নেটফ্লিক্স একাউন্ট এর আইডি এবং পাসওয়ার্ড চেয়েছেন ঐ ভক্ত। এরকম চাহিদা শোনার পর সুনীল তো আকাশ থেকে পড়েছেন। ফুটবলার হিসেবে অটোগ্রাফ বা সেলফি বা ইউস বার্তার প্রস্তাব আছে। তবে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাসওয়ার্ড চাওয়ার প্রস্তাব এই প্রথম!

সুনীল যা লিখেছেন

সুনীল যা লিখেছেন

ভক্তের সেই মেসেজটির স্ক্রিনশট তুলে শেয়ার করেছেন সুনীল। ভারত অধিনায়ক বলেছেন, 'জার্সি নয়, ছবিতে অটোগ্রাফ নেওয়ার আবদারও নয়, কারোর পোস্টে রিপ্লাই করার আবদার নয়, একেবারে নেটফ্লিক্সের আইডি, পাসওয়ার্ড!'

করোনা সচেনতনায় সুনীল

করোনা সচেনতনায় সুনীল

করোনা মহামারীর সচেতনতা নিয়ে প্রচার করেছেন সুনীল ছেত্রী। ফিফা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে একটি সচেতনতামূলক প্রচার অভিযানের উদ্যোগ নিয়েছে। সেখানেই প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ২৮ জন ফিফা চ্যাম্পিয়নকে দিয়ে করোনার কীভাবে লড়াই নিয়ে ফিফা প্রচার চালিয়েছেন। সেই ভিডিওতেই ভারত থেকে সুনীল ছেত্রী।

করোনা যেন আশীর্বাদ! মুক্তি পেয়ে গেলেন ক্রিকেট মাঠের মোস্ট ওয়ান্টেড!করোনা যেন আশীর্বাদ! মুক্তি পেয়ে গেলেন ক্রিকেট মাঠের মোস্ট ওয়ান্টেড!

English summary
Indian Football captain Sunil Chhetri asks Netflix to give his fan two-month free subscription
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X