For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে প্রচারে মেসির সঙ্গে সুনীল ছেত্রী, ভারত অধিনায়কের পরামর্শ জেনে নিন

করোনার বিরুদ্ধে প্রচারে মেসির সঙ্গে সুনীল ছেত্রী, ভারত অধিনায়কের পরামর্শ জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রচারে নামলেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। চিনের ইউহান প্রদেশ ছাড়িয়ে বিশ্বমহামারীর রূপ নিয়েছে করোনা ভাইরাস। প্রতিটি দেশই এখন করোনার বিরুদ্ধে যুদ্ধকালীন তৎপরতায় লড়াই চালাচ্ছে। সচেতন থেকেই করোনা বিরুদ্ধে লড়াইয়ের পরামর্শ দিয়েছে হু। এবার করোনা রুখতে ফুটবলারদের নিয়ে ফিফার সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিল ওয়ার্ল্ড হেলথ ওরগানাইজেশন (হু)।

কিক আউট করোনা

কিক আউট করোনা

ফিফার বর্তমান ও প্রাক্তন ফুটবলারদের মিলিয়ে মোট ২৮ তারকাকে নিয়ে কিক আউট করোনা ক্যাম্পেন চালাচ্ছে ফিফা। যেখানে পাঁচটি অতিসাধারণ উপায়ে অবলম্বন করলে, করোনা মতো মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা যাবে বলে তারকারা সাধারণ মানুষদের পরামর্শ দিচ্ছেন।

সচেতনতামূলক ভিডিও বার্তায় কারা রয়েছেন

আন্তের্জাইন ফুটবলার লিওনেল মেসি থেকে শুরু করে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী এই ভিডিও ক্যাম্পেনে রয়েছেন। ১৩টি ভাষায় করোনা মোকাবিলার এই ভিডিও ক্যাম্পেনটি তৈরি করা হয়েছে। এই দুই তারকা ছাড়াও স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্যাসিয়াস, কার্লোস পুওল, ফিলিপ লামরা ভিডিওতে থাকছেন।

ভিডিওতে কী বলা হল

ভিডিওতে কী বলা হল

ভিডিওতে ফুটবল দুনিয়ার তারকারা বলেছেন, 'এখন আমরা সবাই একটি দলের হয়ে খেলছি। প্রতিপক্ষ একটাই, করোনা ভাইরাস। করোনা ভাইরাসের বিরুদ্ধে দলগতভাবে আমাদের জয়ী হতে হবে।'

কী সেই পাঁচ পদ্ধতি যা করোনা মোকাবিলা করবে

কী সেই পাঁচ পদ্ধতি যা করোনা মোকাবিলা করবে

বেশি করে হাত ধুয়ে তা পরিষ্কার রাখা, সেই সঙ্গে হাঁচি বা কাশি এলে কনুই চেপে কাশা, চোখে-নাকে বা মুখে একেবারেই হাত দেওয়া চলবে না, সোশ্যাল ডিসটেন্সিং মেনে সবার সঙ্গে এখন দূরত্ব বজায় রাখতে হবে। অসুস্থ বোধ করলেই ঘরে থাকুন। গৃহবন্দি থাকাই করোনা মোকাবিলায় সবচেয়ে নিরাপদ।

English summary
Indian Football Captain Sunil Chhetri in CoronaVirus Awareness Campaign with Lionel Messi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X