For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় স্তব্ধ দেশ, সহ নাগরিকদের কী বার্তা ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর?

করোনায় স্তব্ধ দেশ, সহ নাগরিকদের কী বার্তা ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্ক যেন গিলে খাচ্ছে ভারতকে। দেশজুড়ে কার্যত জারি হয়েছে জরুরি অবস্থা। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, ক্রিকেটার ও ফুটবলার, আতঙ্কের আবহে সব যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। পরিস্থিতি থেকে রেহাই চায় প্রত্যেকে। এমতাবস্থায় ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর বার্তা মন কেড়েছে নেটিজেনদের।

করোনার প্রভাব বাড়ছে

করোনার প্রভাব বাড়ছে

নোবেল করোনা ভাইরাসে প্রভাবিত হয়েছে বিশ্বের ১৯৯টি দেশ। একত্রিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ২৫ জন। আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার। আগামী এক সপ্তাহ পরিস্থিতি আরও কঠিন হওয়ার সম্ভাবনায় আগেভাগে প্রস্তুতি নিচ্ছে সরকার।

লকডাউন

লকডাউন

সঙ্কটজনক পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। মারণ ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে আগামী এক সপ্তাহ, মানুষকে বাড়ি থেকে বেরোতে পুরোপুরি নিষেধ করা হয়েছে। ক্রিকেটার, সেলেব্রিটিরা কেন্দ্রের পাশে দাঁড়ালেও কিছু মানুষকে রাস্তায় এখনও ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে পুলিশ ও প্রশাসন। তা নিয়ে বিভিন্ন এলাকার বিশৃঙ্খলাও তৈরি হচ্ছে।

সুনীলের বার্তা

সুনীলের বার্তা

করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া কঠিন পরিস্থিতিতে দেশের সহ নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সাফ জানিয়েছেন, এই বিপদের সময়ে সরকার যখন কোনও নিয়ম জারি করেছেন, তা পালন করা সকলের কর্তব্য।

এএফসি-র ভিডিও

মারণ ভাইরাসের সঙ্গে মোকাবিলা ও মানুষকে সচেতন করার লক্ষ্যে এশিয়ার বিভিন্ন দেশের নামী ফুটবলারদের নিয়ে তৈরি একটি ভিডিও টুইটারে পোস্ট করেছে এএফসি। সুনীল ছেত্রী ছাড়াও সেই ভিডিও-তে দেশের ফুটবল লেজেন্ড ভাইচুং ভুটিয়াকেও বার্তা দিতে শোনা ও দেখা গিয়েছে।

English summary
Indian football team captain Sunil Chhetri asked people to stay at home amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X