For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু'দশক পরে সেরা র‍্যাঙ্কিংয়ে পৌঁছল ভারতীয় ফুটবল দল, প্রকাশিত ফিফার নতুন ক্রমতালিকা

২১ বছরে ভারতীয় ফুটবলের সেরা র‍্যাঙ্কিং, চার ধাপ এগিয়ে ৯৬ তে উঠে এল ভারতীয় দল। ২১ বছরে সেরা র‍্যাঙ্কিং ভারতীয় ফুটবলে। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবলের উজ্জ্বল দিন। ২১ বছরের সেরা ফুটবল র‍্যাঙ্কিং ভারতীয় দলের। চার ধাপ এগিয়ে ৯৬ নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া। এএফসি র‍্যাঙ্কিংয়ে ১২ তম স্থান ভারতের।

এখনও অবধি ভারতের সেরা র‍্যাঙ্কিং ৯৪ । ১৯৯৬ সালে-র ফেব্রুয়ারি মাসে সেই র‍্যাঙ্কিং পেয়েছিল ভারতীয় ফুটবল দল। এতদিন পর্যন্ত ভারতের দ্বিতীয় সেরা র‍্যাঙ্কিং ছিল ৯৯। ১৯৯৩ সালের নভেম্বরে সেই র‍্যাঙ্কিং হয়েছিল ভারতের। তবে সেটা পিছনে সরিয়ে দিয়ে নিজেদের দ্বিতীয় সেরা র‍্যাঙ্কিং পেয়ে গেল টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ৯৬ নম্বরে ভারত।

দু'দশক পরে সেরা র‍্যাঙ্কিংয়ে পৌঁছল ভারতীয় ফুটবল দল, প্রকাশিত ফিফার নতুন ক্রমতালিকা

কনস্ট্যানটাইন যখন দায়িত্ব নিয়েছিলেন তখন ভারতের র‍্যাঙ্কিং ছিল ১৭১। ২০১৫ সালের মার্চে তা আরও পিছিয়ে ১৭৩ এ দাঁড়িয়েছিল। কিন্তু সেখান থেকে দলকে এগিয়ে যান ভারতীয় কোচ। সুনীলদের দিয়ে সেরা পারফরমেন্স বার করে আনেন তিনি। তাই দু 'বছরে ৭৭ ধাপ এগিয়ে ভারত এখন ৯৬ নম্বরে। সুনীলদের এই পারফরমেন্সের প্রশংসায় পঞ্চমুখ এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল।

দু'দশক পরে সেরা র‍্যাঙ্কিংয়ে পৌঁছল ভারতীয় ফুটবল দল, প্রকাশিত ফিফার নতুন ক্রমতালিকা

এদিকে কনফেডারেশন কাপ জিতে ফের এক নম্বরে উঠে এল জার্মানি। দু ধাপ উঠে ফের এক নম্বরে এল জোয়াকিম লো-র ছেলেরা। তালিকার দু নম্বরে রয়েছে ব্রাজিল, তিন নম্বরে আর্জেন্টিনা।

English summary
Indian football team is now at number 96, keep it up sunil & co
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X