For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইরানের ‘মেসি’

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই বড় আঘাত এল ইরানের শিবিরে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইরানের মেসি সর্দার আজমুন।

Google Oneindia Bengali News

আশা জাগিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ইরান। গ্রুপের তিনটি ম্যাচের মধ্যে তারা একটি জয় পেয়েছে, একটি ম্যাচ ড্র হয়েছে এবং ম্যাচে হেরে গিয়েছে। তবে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ইরানের খেলা মন জয় করে নিয়েছে ফুটবলপ্রেমীদের।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইরানের ‘মেসি’

কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ইরানের ফুটবলারদের নিয়ে তীর্যক মন্তব্য কম করা হয়নি। এমন কী ফুটবলারদের পরিবারের লোক জনদেরকেও অসম্মান করা হয়েছে বিশ্বকাপের ইরান ছিটকে যাওয়ায়। আর এই কারণেই মাত্র ২৩ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলে ইরানের জাতীয় দলের তারকা স্ট্রাইকার সর্দার আজমুন। যাকে ইরানের মেসি বলেই চেনে গোট ইরান।

নিজের অবসর ঘোষণার প্রসঙ্গে আজমুন বলেন, 'আমার দেশের হয়ে খেলা আমার কাছে খুব গর্বের একটা বিষয় এবং দেশের হয়ে খেলার কারণে আমি গর্বিত। দুর্ভাগ্যবসত আমাকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে দেশের জার্সিতে আর আমি মাঠে নামব না। এটা ২৩ বছর বয়সী একজন যুবকের জীবনে একটি কঠিন সিদ্ধান্ত, যে প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হয়েছে এই জায়গায় পৌছনোর জন্য, তার কাছে এই সিদ্ধান্ত নেওয়া সত্যিই খুব কঠিন।'

নিজের অবসর নেওয়ার কারণ তুলে ধরতে গিয়ে আজমুন বলেন, 'আমার মা বড় অসুখ সারিয়ে ভাল হয়ে উঠেছিলেন এবং আমি খুব খুশি ছিলাম এই কারণে। কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় কিছু মানুষ আমার এবং আমার টিমমেটদের নিয়ে এমন কিছু কথা বলেছেন, যেগুলো কোনও ভাবেই আমাদের প্রাপ্য নয়। এই কারণে আমার মা আবার অসুস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমার একটা জিনিসই বেছে নিতে হত। এবং এই কারণেই আমি আমার মাকে বেছেছি।'

ইরানের জাতীয় দলে থেকে নিজেকে আকস্মিক ভাবে সড়িয়ে নেওয়া ইরানের ফুটবলের জন্য বড় শূন্যস্থান তৈরি করে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

English summary
Iranian youngster sardar azmoun retires from national team after face criticism by fans.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X