For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪০ বছর পর মাঠে বসে দেশের ১৪ গোলের জয় দেখলেন ইরানি মহিলারা


 প্রায় চার দশক পর মাঠে বসে কোনও ফুটবল দেখার সুযোগ পেলেন ইরানি মহিলারা। ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণকারী ওই ম্যাচে ঘরের মাঠে দুর্বল কম্বোডিয়াকে ১৪ গোলের মালা পরাল ইরান।

  • |
Google Oneindia Bengali News

প্রায় চার দশক পর মাঠে বসে কোনও ফুটবল দেখার সুযোগ পেলেন ইরানি মহিলারা। ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণকারী ওই ম্যাচে ঘরের মাঠে দুর্বল কম্বোডিয়াকে ১৪ গোলের মালা পরাল ইরান। দিনটি স্মরণীয় হয়ে থাকলে সেই দেশ ও সেখানকার মহিলা ফুটবল সমর্থকদের কাছে।

মহিলাদের ফুটবল স্টেডিয়ামে নিষেধাজ্ঞা

মহিলাদের ফুটবল স্টেডিয়ামে নিষেধাজ্ঞা

প্রায় ৪০ বছর আগে ইরানে মহিলাদের কাছ থেকে পুরুষদের সঙ্গে ফুটবল স্টেডিয়ামে বসে খেলা দেখার অধিকার কেড়ে নেওয়া হয়। পুরুষদের সংস্পর্শ থেকে ইরানি মহিলাদের দূরে রাখতেই তখন ওই নিদান দেওয়া হয়েছিল।

ব্লু গার্ল

ব্লু গার্ল

ইরানের রাজধানী তেহরানের আজাদি স্টেডিয়ামে পুরুষ সেজে ফুটবল ম্যাচ খেলতে ঢুকেছিলেন সাহার খোদায়ারি নামে এক মহিলা। তিনি ধরা পড়ে যান। তেহরানের আদালতে তাঁর বিচার শুরু হয়। সেই সময় আদালতের সামনেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন সাহার। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপরই নড়েচড়ে বসে ইরান সরকার। আন্তর্জাতিক চাপে তারা মাথা নত করতে বাধ্য় হয়। সাহারের নাম হয় 'ব্লু গার্ল'। কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচে জাতীয় দলের পতাকার পাশাপাশি 'ব্লু গার্ল'র ছবি নিয়ে স্টেডিয়ামে ঢোকেন ইরানের মহিলা ফুটবল ফ্যানরা।

ফিফার ছাড়পত্র

ফিফার ছাড়পত্র

মহিলাদের ফুটবল স্টেডিয়ামে ঢুকতে দিতে হবে বলে ইরান প্রশাসনকে জানায় ফিফা। সে অনুযায়ী কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচে দেশের মহিলাদের তেহরানের আজাদি স্টেডিয়ামে ঢুকতে দেয় ইরান সরকার।

ইরানের ১৪ গোল

ইরানের ১৪ গোল

২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণকারী ওই ম্যাচেই কম্বোডিয়াকে ১৪-০ গোলে হারায় ইরান। ম্যাচে হ্যাটট্রিক করেন ইরানের সর্দার আজমৌন ও করিম আনসারিফার্দ।

English summary
Iranian women attend 1st soccer match in 40 years, Iran beat Cambodia by 14-0
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X